Advertisement
Advertisement

Breaking News

Arjun Chakraborty

‘১৮ বছর ধরে তুমিই…’, বিচ্ছেদের গুঞ্জন অতীত, স্ত্রীকে নিয়ে আবেগঘন পোস্ট অর্জুনের

স্ত্রীকে নিয়ে আর কী লিখলেন অর্জুন?

Arjun Chakraborty shares love post for his wife
Published by: Akash Misra
  • Posted:September 11, 2024 3:06 pm
  • Updated:September 11, 2024 3:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক মাস আগে গুঞ্জনে এসেছিল অর্জুন চক্রবর্তী ও তাঁর স্ত্রী সৃজা সেনের সম্পর্কে তিক্ততা। শোনা গিয়েছিল, টলিউডের অন্য নায়িকার সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন অর্জুন। তবে এই গুঞ্জনে স্পষ্ট কিছু না বললেও, নানা ইঙ্গিতপূণ পোস্টে অর্জুন স্পষ্ট করেছিলেন, এই রটনা একেবারেই মিথ্যে! আর এবার সম্পর্কের ১৮ বছর হতেই স্ত্রীকে নিয়ে প্রেমের পোস্ট অর্জুনের।

স্ত্রীয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে অর্জুন লিখলেন, ”আমাদের প্রি-বোর্ড পরীক্ষার ফলাফল বের হয়েছে। আমি যথারীতি ভাল ফল করেছি। কিন্তু শিক্ষিকা বলেছিলেন, কেউ তোমাকে টেনে তুলেছে। তিনি নির্দিষ্ট একজন নতুন মেয়ের কথা উল্লেখ করেছিলেন। মেয়েটি তার আগের বছর আমাদের স্কুলে ভর্তি হয়েছিল এবং পর পর দুটো শিক্ষাবর্ষে প্রথম হয়েছিল।” অর্জুন জানিয়েছেন, সেই মেয়েটিই হল সৃজা। যে শুধুই স্ত্রী নয়, বন্ধুর মতো পাশে থেকে উন্নতিতে সাহায্য করেছে।

Advertisement

[আরও পড়ুন: ‘বিচার চাই, শুধু অভয়ার নয়…’, সহ-নাগরিকের পোস্ট শেয়ার করে সুমনের বিশেষ বার্তা]

৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (NABC) মার্কিন মুলুকে গিয়েছিলেন অর্জুন। সেখানে ‘মোস্ট ভার্সেটাইল’ অভিনেতার পুরস্কার পান সব্যসাচীপুত্র। রটনা ছিল, NABC থেকে ফেরার পরই অর্জুন-সৃজার সম্পর্কে তিক্ততা। এমনকী, সৃজার ইনস্টাগ্রাম প্রোফাইলে সাম্প্রতিক অতীতে অর্জুনের কোনও ছবিই দেখা যাচ্ছিল না। গত ২১ জুলাই অবশ্য সৃজার সঙ্গে অতীতের একটি মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, “সেই বহির্জগৎ আর প্রায় রৌদ্রজ্জ্বল গ্রিনিচ। বছরের একেবারে শুরুর দিকে যখন আমরা মনে রাখার মতো একটা গরমের ছুটি কাটিয়েছিলাম। মুক্তির সৌন্দর্য আর প্রকৃতির এই প্রশান্তি সত্যিই পরিবর্তনের প্রতীক।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arjun Chakrabarty (@arjunchakrabarty)

পরবর্তীকালে সংবাদ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অর্জুন জানান এই বিষয়টি তাঁর কাছে খুবই কঠিন। এই রকম মানসিক অশান্তি যদি চলে তা হলে কাজ করা মুশকিল। অভিনেতা বলেন, “আমার আর সৃজার ছবি একসঙ্গে নিয়ে হেডলাইন হচ্ছে। ‘ডিভোর্স’ শব্দ ব‌্যবহার করে লিখে দিচ্ছে। কম পোস্ট করলেও আমরা তো নিজেদের ছবিও একসঙ্গে দিয়েছি।” অর্জুনের এই পোস্ট দেখে অনেকে আবার বলেছেন ‘ড্যামেজ কন্ট্রোল’। সেই কথা উঠতেই অভিনেতার জবাব, “কোনও কিছু প্রমাণ করার জন‌্য আমি সোশ‌াল মিডিয়া ব‌্যবহার করিনি কোনওদিন। ড‌্যামেজ কন্ট্রোল করার জন‌্য ছবি দেব কেন!” জানান, তিনি ও সৃজা আলোচনার মাধ্যমেই এমন গসিপের মোকাবিলা করেন।

[আরও পড়ুন: সনাতন দিন্দার পর প্রদোষ পাল, RG Kar-এর প্রতিবাদে চারুকলা পর্ষদের পদ ছাড়লেন চিত্রশিল্পী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement