Advertisement
Advertisement

Breaking News

Arijit Singh

মহারাজকীয় কীর্তি! বাবর আজম আউট হতেই গ্যালারিতে ‘দাদাগিরি’ অরিজিৎ সিংয়ের, দেখুন

হাইভোল্টেজ ম্যাচের আগে দুর্ধর্ষ পারফরম্যান্স গায়কের।

Arijit Singh waves T-shirt to celebrate Babar Azam’s wicket, reminds of Saurav Ganguly | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 14, 2023 7:52 pm
  • Updated:October 15, 2023 4:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাইভোল্টেজ ভারত-পাক ম্যাচ (India vs Pakistan Match) নিয়ে উত্তেজনার অন্ত নেই। হাজির স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। নাতনিকে কোলে নিয়ে ম্যাচ উপভোগ করতে দেখা গেল অমিত শাহকে। আর সেখানেই দর্শকাসনে বসে মজার কাণ্ড ঘটালেন অরিজিৎ সিং (Arijit Singh)।

শুধু বাইশ গজেই নয়, ম্যাচ শুরুর আগেই সার্বিকভাবে জমে উঠেছিল ভারত-পাক লড়াই। সৌজন্যে অরিজিৎ সিং-সহ একঝাঁক সঙ্গীতশিল্পীর অনবদ্য পারফরম্যান্স। এদিন ম্যাচ শুরুর আগেই গানে গানে টিম ইন্ডিয়াকে ‘চাঙ্গায়নী সুধা’ প্রদান করেন অরিজিৎ। তবে লাইভ পারফরম্যান্সের পরেও পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ নিয়ে কম উত্তেজিত ছিলেন না গায়ক। বিরোধী টিমের বাবর আজম আউট হতেই তিনি যা করলেন, সেই ক্যামেরাবন্দি মুহূর্ত এখন নেটপাড়ার চর্চায়।

Advertisement

[আরও পড়ুন: রোহিতপত্নীর পাশে বসে কোহলির জন্য গলা ফাটালেন অনুষ্কা, অন্তঃসত্ত্বা? আরও জোরালো গুঞ্জন]

প্রসঙ্গত, অর্ধশত রান করেই আউট হয়েছেন পাক খেলোয়াড় বাবর আজম। দুর্দান্ত ফর্মে থাকা এই খেলোয়ারের আচমকা ছন্দপতনে পাকিস্তানি সমর্থকরা হতাশ হলেও গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস যেন কিছুতেই ধরছিল না! আর ঠিক সেইসময়েই অরিজিৎ সিংকে দেখা গেল টিম ইন্ডিয়ার জার্সির রঙের টি-শার্ট উড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে। ঠিক যেন ২০০২ সালের লর্ডস গ্যালারিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্মৃতি উসকে দিল। যেখানে ইংল্যান্ডকে হারিয়ে খালি গায়ে টিম ইন্ডিয়ার জার্সি উড়িয়েছিলেন তৎকালীন অধিনায়ক মহারাজ। সেই স্মৃতি আজও টাটকা বাঙলিদের মনে। এবার আহমেদাবাদে ভারত-পাক ম্যাচেও ঠিক সেরকমই ‘দাদাগিরি’ করতে দেখা গেল অরিজিৎ সিংকে। উল্লেখ্য, মহারাজের ‘দাদাগিরি’র টাইটেল সং-ও তাঁরই গাওয়া।

[আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হলে কী পরিবর্তন আনবে?’, দেবের গুগলিতে চক্ষু ছানাবড়া ‘দাদা’ সৌরভের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement