Advertisement
Advertisement

Breaking News

Arijit Singh

ট্রেনে চড়েই শিলিগুড়িতে অরিজিৎ, মাঝরাতে স্টেশনে ঘিরে ধরলেন ভক্তরা, ভিডিও ভাইরাল

রাত আড়াইটে নাগাদ এনজেপি স্টেশনে পৌঁছলেন অরিজিৎ।

Arijit Singh reached siliguri to peform his concert| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 4, 2023 2:11 pm
  • Updated:April 4, 2023 5:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার পর এবার শিলিগুড়ি। অরিজিং সিংয়ের কনসার্ট নিয়ে অনুরাগীদের মধ্যে উৎসাহের শেষ নেই। তবে শুধু অরিজিৎ সিংয়ের গান শোনা নয়, প্রিয় শিল্পীকে এক ঝলক দেখার জন্যও মঙ্গলবার মাঝরাত থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে উপচে পড়া ভিড়। হ্যাঁ, অরিজিৎ (Arijit Singh) বিমানে নয়, বরং তিস্তা-তোস্তা ট্রেনে চেপে রাত আড়াইটে নাগাদ পৌঁছলেন এনজেপি স্টেশনে। শিল্পীকে একঝলক দেখার জন্য অত রাতেই অনুরাগীরা ভিড় জমালেন স্টেশন পাড়ায়। নিরাশ করেননি অরিজিৎ। অনুরাগীদের সামনে দেখে শুভেচ্ছা বিনিময়ও করলেন। আর বরাবরের মতো সেলেব তকমা ঝেড়ে ফেলে অরিজিৎ যেন মিশে গেলেন সাধারণের মধ্যে।

[আরও পড়ুন:  চলতি মাসেই রাঘব চাড্ডার সঙ্গে পরিণীতির বাগদান! প্রস্তুতি চলছে জোরকদমে]

Advertisement

সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে অরিজিৎ আজিমগঞ্জ স্টেশনে নেমে আড্ডা দিচ্ছেন স্টেশনে উপস্থিত মানুষদের সঙ্গে। শুধু গানের জন্য নয়, অরিজিৎ তাঁর এই সাদাসিধে ব্যবহারের জন্য়ই সবার প্রিয়। তিনি যে একটুও বদলে যাননি, তাঁর প্রমাণ পাওয়া গেল ফের।

মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বিকেল ৬ টা থেকে শুরু হবে অরিজিতের কনসার্ট। আপতত, বিকেল হওয়ার জন্য সময় গুনছেন অরিজিতের অনুরাগীরা।

[আরও পড়ুন: জমজমাট রহস্য গল্পে নজর কাড়লেন সারা-বিক্রান্ত জুটি, কেমন হল ‘গ্যাসলাইট’? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement