Advertisement
Advertisement

Breaking News

Arijit Singh

অসুস্থ অরিজিৎ সিং, বাতিল আগস্টের সমস্ত কনসার্ট

ক্ষমা চেয়ে কী বললেন গায়ক?

Arijit Singh is not well, shares special note for fans
Published by: Sandipta Bhanja
  • Posted:August 2, 2024 9:14 am
  • Updated:August 2, 2024 9:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরিজিৎ সিং (Arijit Singh), দর্শক-শ্রোতাদের আবেগের আরেক নাম। যাঁর সুরেলা কণ্ঠে মুগ্ধ আট থেকে আশি, সেই গায়কই বৃহস্পতিবার গভীর রাতে দুঃসংবাদ দিলেন। অসুস্থ অরিজিৎ। যার জেরে বাতিল হয়েছে তাঁর গোটা আগস্ট মাসের সব কনসার্ট। শ্রোতা অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নিলেন গায়ক।

সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে অরিজিৎ সিং জানিয়েছেন, তাঁর শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না। চিকিৎসা চলছে। তাই বাধ্য হয়েই আগে থেকে ঠিক করে রাখা এই মাসের সমস্ত শো বাতিল করতে হচ্ছে তাঁকে। সেই সঙ্গে অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে অরিজিৎ লিখেছেন, “সকলকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, অসুস্থতার কারণে আগস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে আমাকে। আমি জানি, আপনারা সবাই এই শোগুলোর জন্যভীষণভাবে অপেক্ষা রয়েছেন। কিন্তু আমি অন্তর থেকে ক্ষমা চাইছি এটার জন্য। আপনাদের এই এত ভালোবাসা এবং সমর্থনই কিন্তু আমার একমাত্র শক্তি।” এর সঙ্গেই গায়কের সংযোজন, “আমাকে বোঝার জন্য, এতটা নিঃশর্ত ভালোবাসা এবং ধৈর্য ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। চলুন, এই থমকে যাওয়াটাকে একটি প্রতিজ্ঞায় পরিণত করি, যেখানে আমাদের দেখা হওয়াটা আরও ম্যাজিক্যাল হয়ে উঠবে।” তবে অরিজিৎ সিংয়ের ঠিক কী হয়েছে? সেটা অবশ্য জানা যায়নি। তিনি নিজেও উল্লেখ করেননি। শুধু এই একটা মাস বিশ্রাম চেয়ে নিয়েছেন অগণিত ভক্তদের কাছ থেকে।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশ নিয়ে প্রতিবাদী আইরা, মেয়ের শিক্ষা নিয়ে তাহসান-মিথিলাকে বিশেষ বার্তা ‘আব্বু’ সৃজিতের]

নিজের অসুস্থতার খবরের পাশাপাশি সেপ্টেম্বর মাসে কনসার্টের নতুন ডেটও জানিয়ে দিয়েছেন গায়ক। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের প্রাণ অরিজিৎ সিং। তবে সেই প্রাণের স্পন্দন গোটা দেশ জয় করে বিদেশের মাটিতেও সমুজ্জ্বল। অরিজিৎ সিং দেশের এক নম্বর গায়ক। তাঁর গানে বুঁদ আট থেকে আশি। নতুন প্রজন্মের প্রেম থেকে ব্রেকআপ, সব মুহূর্তের সঙ্গেই জড়িয়েই অরিজিতের গান। তবে সেই অরিজিৎ কিন্তু একেবারেই মাটির মানুষ। ছিমছাম পোশাকে স্কুটিতেই ঘুরে বেড়ান তিনি। এত বড় মাপের গায়ক হয়েও নিজে হাতে বাজার করেন। সন্তানদের স্কুলে দিয়ে আসেন। মুম্বইতে বিলাসবহুল ফ্ল্যাট থাকলেও শিকড়ের টানেই জিয়াগঞ্জে থাকেন। তাঁর অসুস্থতার খবরে যে অনুরাগীদের মন ভেঙেছে, তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: হাজার কোটির দুর্নীতিতে ED ছুটছে পিছনে! ৩ কোটির গাড়ি কিনে ‘দেখনদারি’ রাজ-শিল্পার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement