Advertisement
Advertisement
Arijit Singh

এই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছিলেন, সেখানেই বিশেষ দায়িত্ব পেলেন অরিজিৎ সিং

স্কুলে গিয়েই বিশেষ এই দায়িত্ব গ্রহণ করেছেন তারকা শিল্পী।

Arijit Singh gets this responsibility in his own School at Jiaganj | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 17, 2022 3:34 pm
  • Updated:April 17, 2022 3:34 pm  

সাবিরুজ্জামান, লালবাগ: যে স্কুলে পড়ে মাধ্যমিক পাশ করেছেন, সেই স্কুলের পরিচালন কমিটির সভাপতি হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। জিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরে গিয়ে এই পদ গ্রহণ করলেন তিনি। 

Arijit Singh

Advertisement

রিয়ালিটি শোয়ের মাধ্যমে বলিউডে নিজের সফর শুরু করেছিলেন অরিজিৎ।  তার বেশ কিছু পরে সিনেমা প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ করেন। ‘বরফি’ সিনেমার ‘ফির লে আয়ে’ দিল’ গান থেকে খ্যাতির সফর শুরু হয়। অরিজিতের গানের ‘আশিকি’ সারা দেশে ছড়িয়ে পড়ে। তাঁর লাইভ শোয়ের টিকিট পাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। এহেন তারকা ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাধারণভাবেই কাটান। 

[আরও পড়ুন: বিনা হেলমেটে বাইকে চড়ে শুটিং, আইনি বিপাকে জড়ালেন বরুণ ধাওয়ান]

কাঁধে স্লিং ব্যাগ ঝুলিয়ে স্কুটারে চড়ে ঘুরে বেড়ান অরিজিৎ। অনুরাগী ছবি তুলতে চাইলে বলেন ‘বুকে রাখবি আমায়’। চলতি মাসেই সাধারণ পোশাক পরে ছেলেকে স্কুলে দিয়ে আসতে দেখা গিয়েছে তারকাকে। আর পাঁচটা সাধারণ অভিভাবকের মতোই ছিল তাঁর আদবকায়দা। না ছিল দেহরক্ষী, না সেক্রেটারি। বরং অন্যান্য মা-বাবার মতো ছেলের স্কুলের গেটের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলের অরিজিৎ।

Arijit Singh photo goes viral | Sangbad Pratidin

প্রতিবেশীরা বলেন, অরিজিৎ নাকি এরকমই। যখন জিয়াগঞ্জে আসেন তখন নিজে হাতেই সব কিছু করেন। স্কুটি চড়ে ঘোরেন, বাজার করেন। অরিজিতের মধ্যে কোনও স্টারসুলভ আচরণই থাকে না। এবার নিজের স্কুলের স্কুলের পরিচালন কমিটির সভাপতি হলেন বলিউডের তারকা গায়ক। জিয়গঞ্জ চক্রের এস আই মৌমিতা সাহা বলেন, “রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশ মোতাবেক অরিজিৎবাবুকে ওই বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।”

স্কুলের প্রধানশিক্ষক দীপঙ্কর ভট্টাচার্যর কথায়, “দেশের জনপ্রিয় সংগীত শিল্পী অরিজিৎবাবু, তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অন্যতম দায়িত্ব পাল করবেন বলে আশা করি। এছড়া বিদ্যালয়ের পরিচালনায় তাঁর নাম যুক্ত হওয়া আমাদের কাছে অত্যন্ত গর্বের। ” খুশি অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর ঘোষ, বিশিষ্ট সমাজসেবী অসিত দাসও। তাঁদের বক্তব্য, দেশের অন্যতম সংগীতশিল্পী এলাকার বিদ্যালয় পরিচালন কমিটির দায়িত্বপ্রাপ্ত হয়ে ওই বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছেন। বিদ্যালয়ের উন্নয়নও ঘটাবেন।

[আরও পড়ুন: মেয়ে খুনের প্রতিশোধের গল্পে নজর কাড়লেন সাক্ষী তনওয়ার, কেমন হল ‘মাই’ সিরিজ?

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement