Advertisement
Advertisement

Breaking News

Arijit Singh

শুধু গানই নয়, নেচেও মঞ্চ মাতালেন অরিজিৎ সিং, শাহরুখকে দিলেন টেক্কা, ভাইরাল ভিডিও

অরিজিতের নাচ দেখে হতবাক ভক্তরা।

Arijit Singh dance video goes Viral
Published by: Akash Misra
  • Posted:November 20, 2024 6:22 pm
  • Updated:November 20, 2024 6:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরিজিৎ সিং যে দারুণ গায়ক, তা আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু গানের পাশাপাশি অরিজিৎ যে দারুণ নাচতেও পারেন, তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি সোশাল মিডিয়ায় অরিজিতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মঞ্চে জওয়ান ছবির ‘ছলিয়া’ গানটি গাইছেন তিনি। তবে হঠাৎ গানের মাঝে শাহরুখের কায়দায় নাচতে শুরু করবেন অরিজিৎ, তা আন্দাজ করতে পারেননি কেউই। মঞ্চে যখন শাহরুখের স্টেপ নকল করলেন অরিজিৎ, হইচই দর্শকমহলে। এই ভিডিওই এখন ভাইরাল নেটপাড়ায়।

Advertisement

শুধু এই ভিডিও নয়। এর আগেও অরিজিতের অনেক ভিডিও ভাইরাল হয়। যেমন, সম্প্রতি লন্ডনে একের পর কনসার্ট করেছেন অরিজিৎ সিং। মাঝে মধ্য়েই সেই কনসার্টের ভিডিও ভাইরাল হচ্ছে সোশাল মিডিয়ায়। এবার বার্মিংহামে কনসার্টের অরিজিতের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে তার গানের মাঝেই এক ভক্ত দর্শক নানারকম অঙ্গভঙ্গি করতে থাকেন। ভক্তর এমন কীর্তি দেখে প্রথমে বিরক্তই হন অরিজিৎ। তারপর হঠাৎই হাতের ইশারায় অরিজিৎ যেন বলে উঠলেন, চুপচাপ বসে যাও, নাহলে মার খাবে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement