Advertisement
Advertisement

Breaking News

Arijit Singh Birthday

দেশের এক নম্বর গায়ক হয়েও মাটির মানুষ অরিজিৎ, জানেন কত সম্পত্তির মালিক তিনি?

বৃহস্পতিবার ৩৬-এ পা দিলেন অরিজিৎ সিং।

Arijit Singh Birthday: Here is Singer's net worth
Published by: Akash Misra
  • Posted:April 25, 2024 1:12 pm
  • Updated:April 25, 2024 3:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদের জিয়াগঞ্জের প্রাণ তিনি। তবে সেই প্রাণের স্পদন গোটা দেশ জয় করে বিদেশের মাটিতেও সমান উজ্জ্বল। অরিজিৎ সিং (Arijit Singh Birthday)। দেশের এক নম্বর গায়ক। তাঁর গানে বুঁদ আট থেকে আশি। নতুন প্রজন্মের প্রেম থেকে ব্রেকআপ, সব মুহূর্তের সঙ্গেই জড়িয়েই অরিজিতের গান। তবে সেই অরিজিৎ কিন্তু একেবারেই মাটির মানুষ। ছিমছাম পোশাকে স্কুটিতেই ঘুরে বেড়ান তিনি। কিন্তু জানেন কি সম্পত্তির হিসেবে অনেকটা টেক্কা দিতে পারেন অরিজিৎ।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মুম্বইয়ে অরিজিতের রয়েছে ৪ টি ফ্ল্যাট। যার মূল্য প্রায় ৯ কোটি টাকা। তবে শুধুই ফ্ল্যাট নয়। অরিজিতের (Arijit Singh) গ্য়ারেজে রয়েছে সব বিলাসবহুল গাড়ি। রয়েছে, একটি রেঞ্জ রোভার ভোগ, একটি হামার এইচ ৩, একটি মার্সিডিজ বেঞ্জ। একই সূত্র থেকে জানা গিয়েছে, দেশের এক নম্বর এই গায়কের বার্ষিক আয় ৭২ কোটি এবং মাসিক আয় ৬ কোটি টাকা। ফোর্বসের একটি তালিকা অনুসারে, অরিজিৎ ২০১৯ সালে ৭১ কোটি আয় করেছিলেন।

Advertisement

[আরও পড়ুন: চপার থেকে নামতেই দেবের পা জড়িয়ে ধরলেন মহিলা! বালুরঘাটে প্রচারে গিয়ে কী ঘটল?]

রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’-এ অংশ নিয়েছিলেন অরিজিৎ। তবে সেই শোয়ে সেরা হতে পারেননি তিনি। সেই ঘটনার পর গোপনে নিজেকে তৈরি করছিলেন। তারপর রীতিমতো ধামাকা হয়ে আসলেন অরিজিৎ।

Arijit Singh

২০১১ সালে ‘মার্ডার ২’ সিনেমার ‘ফির মহব্বতে’ গান দিয়ে। এরপর একে একে সাংহাই-এর ‘দুয়া’। তবে ২০১৩ সালে আশিকি ২ -এর ‘তুম হি হো’ এবং ‘চাহু ম্যায় না’ গান গেয়ে রীতিমতো হইচই ফেলে দেন অরিজিৎ। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অরিজিতের গান মানেই সুপারহিট। যার ঝুলিতে এত পুরস্কার। ফ্যানদের ভালোবাসা, তিনি কিন্তু একেবারেই সাদাসিধে। বরং ফতুয়া পরে জিয়াগঞ্জের রাস্তায় স্কুটি চড়তেই বেশি পছন্দ করেন তিনি। সেই অরিজিৎই বৃহস্পতিবার ৩৬-এ পা দিলেন।

[আরও পড়ুন: ২০০ কোটি দিয়ে নিজেই ‘ডন’ হয়ে ফিরছেন ‘কিং’ শাহরুখ, ধোপে টিকবেন রণবীর-ফারহান?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement