সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য মুক্তি পেয়েছে ‘মুজিব’। শ্যাম বেনেগাল পরিচালিত এই ছবি নিয়ে সিনেপ্রেমীদের বেশ কৌতূহল ছিল। প্রথমত, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে ছবি, আর দ্বিতীয়ত সেই ছবির পরিচালক শ্যাম বেনগাল এবং ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রযোজিত। সিনেমা দেখে মিশ্র প্রতিক্রিয়া এলেও মুখ্য অভিনেতা আরিফিন শুভ (Arifin Shuvoo) কিন্তু বর্তমানে চর্চার শিরোনামে। কেন?
‘মুজিব’-এর জন্য মুম্বইতে প্রচার করাকালীন আচমকাই বেফাঁস কথা বলে ফেলেন আরিফিন! তাও আবার শাহরুখ খানকে (Shah Rukh Khan) নিয়ে। ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর থেকে এমনিতেই গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছেন পঞ্চাশোর্ধ্ব কিং খান। আর তাঁর প্রসঙ্গ টেনে যখন মন্তব্য, তখন সেটা ইতিবাচক হোক কিংবা নেতিবাচক, চর্চা যে হবেই, তা বলাই বাহুল্য। মায়ানগরীতে বহুবছর ধরেই যাতায়াত বাংলাদেশি অভিনেতার। তবে এবার সেটা স্পেশ্যাল। নেপথ্যে ‘মুজিব’।
বলিউডের এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে আরিফিন শুভ জানান, মুম্বই বর্তমানে তাঁর কাছে দ্বিতীয় বাড়ির মতো। সেখানে তাঁকে অরবিন্দ বলেই ডাকেন অনেকে। তবে এই নতুন নামে অভিনেতার কোনও আপত্তি নেই। বরং খুশি হয়েই সাড়া দেন। ‘মুজিব’-এর শুটিংয়ের দৌলতে বছর চারেক মায়ানগরীতে কাটিয়ে কলাকুশলীদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে আরিফিন শুভর। দারুণ হিন্দিও বলতে পারেন। কীভাবে শিখলেন? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই রসিকতা করে বাংলাদেশি অভিনেতা বলেন, “আমার এমন সাবলীল হিন্দি বলার জন্য শাহরুখ খানকে দোষ দিন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.