Advertisement
Advertisement

Breaking News

প্লাস্টিক সার্জারিতেই বিপত্তি, অল্প বয়সেই প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী

পরিবারের সম্মতিতে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

Argentine model, actor Silvina Luna passed away due to illness linked to her previous plastic surgery | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 2, 2023 3:54 pm
  • Updated:September 2, 2023 3:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন। তার জেরেই অল্প বয়সে প্রাণ হারালেন আর্জেন্টিনার জনপ্রিয় মডেল তথা অভিনেত্রী সিলভিনা লুনা (Silvina Luna)। হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। পরিবারের সম্মতিতেই তা সরিয়ে দেওয়া হয়।

Argentine-model-Death-1

Advertisement

মৃত্যুকালে লুনার বয়স ছিল ৪৩। জানা গিয়েছে, কয়েক বছর আগে প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন তিনি। তার জেরেই শরীরে নানা সমস্যা দেখা দেয়। সবচেয়ে বেশি ছিল কিডনির সমস্যা। যা কিনা গতবছর থেকে চরম আকার নেয়। মডেল তথা অভিনেত্রীর কিডনি দু’টি বিকল হয়ে যায়। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ছিলেন লুনা। তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা।

[আরও পড়ুন: ‘পাঠানে’র গানে নেচে ‘জওয়ান’ ঝড়ের ইঙ্গিত শাহরুখের! দুবাইয়ের নাইটক্লাবের ভিডিও ভাইরাল]

অভিনেত্রীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। কিন্তু কোনও চেষ্টা লাভ হয়নি। শেষে ৪৩ বছরের তারকাকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু তাতেও বিশেষ লাভ হচ্ছিল না। অভিনেত্রীর বাঁচার আর কোনও আশাই ছিল না। তাই পরিবারের সম্মতিতে তাঁর লাইফ সাপোর্ট সরিয়ে ফেলা হয়।

Argentine-model-Death-2

লুনার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ তাঁর অনুরাগীরা। আর্জেন্টিনার চলচ্চিত্র জগতের অনেকে শোকপ্রকাশ করেছেন। অনেকে আবার লুনার প্লাস্টিক সার্জারি করা চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। শোনা গিয়েছে, শুধু লুনা নন, ওই চিকিৎসকের ভুল চিকিৎসার জেরে অনেকেই ভুক্তভোগী হয়েছেন। একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। এমন মানুষের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন লুনার অনুরাগীরা।

[আরও পড়ুন: বাঘ হত্যা, আর্থিক দুর্নীতি, সত্য ঘটনা অবলম্বনে তৈরি ‘পিলকুঞ্জ’, কেমন হল নতুন এই সিরিজ?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement