Advertisement
Advertisement

Breaking News

Urmila Matondkar

বিয়ে ভাঙছে ঊর্মিলার! ১০ বছরের ছোট মহসিনের থেকে বিচ্ছেদ চেয়ে আদালতে অভিনেত্রী?

২০১৬ সালে কাশ্মীরি ব্যবসায়ী তথা মডেল মহসিন আখতার মীরকে বিয়ে করেন অভিনেত্রী।

Are Urmila Matondkar, husband Mohsin getting a divorce? Here is what we know
Published by: Suparna Majumder
  • Posted:September 25, 2024 9:31 am
  • Updated:September 25, 2024 9:31 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে সম্পর্কের ভাঙা-গড়ার খবর নতুন নয়। এবারে শোনা যাচ্ছে, বিচ্ছেদের পথে হাঁটছেন অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। ২০১৬ সালে নিজের থেকে ১০ বছরের ছোট মহসিন আখতার মীরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। সেই বাঁধন নাকি অনেকদিনই আলগা হয়েছিল। এবার রটনা, ডিভোর্স চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ঊর্মিলা।

Urmila-Mohsin

Advertisement

শিশুশিল্পী হিসেবে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন ঊর্মিলা। তার পর নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। ‘রঙ্গিলা’, ‘জুদাই’, ‘খুবসুরত’, ‘জঙ্গল’, ‘এক হাসিনা থি’র মতো বহু হিট সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সিনেমার সঙ্গে ঊর্মিলার দূরত্ব বাড়ে। শেষ ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ব্ল্যাকমেল’ সিনেমায় অভিনেত্রীকে দেখা গিয়েছিল, তাও আবার ক্যামিও চরিত্রে।

২০১৬ সালে কাশ্মীরি ব্যবসায়ী তথা মডেল মহসিন আখতার মীরকে বিয়ে করেন ঊর্মিলা। শোনা যায়, ডিজাইনার মনীশ মালহোত্রার সূত্রে দুজনের আলাপ হয়েছিল। মহসিন ঊর্মিলার থেকে প্রায় ১০ বছরের ছোট। তা নিয়ে সেই সময় বিস্তর আলোচনা হয়েছিল। কিন্তু আলোচনা-পর্যালোচনাকে পাত্তা না দিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন ঊর্মিলা-মহসিন। নিজের বাড়িতে কাছের মানুষজনের উপস্থিতিতে খুবই ছিমছামভাবে বিয়ে করেন ঊর্মিলা। বি-টাউনের কাউকে সে বিয়েতে দেখা যায়নি। শুধুমাত্র ডিজাইনার মনীশ মালহোত্রা ছিলেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urmila Matondkar (@urmilamatondkarofficial)

শোনা যাচ্ছে, বহুদিন ধরেই ঊর্মিলা ও মহসিন আলাদা থাকেন। তবে এবারে আট বছরের দাম্পত্য শেষ করতে চান অভিনেত্রী। একই সঙ্গে সিনেমায় কামব্যাক করতে চান তিনি। সেই কারণেই ডিভোর্স চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। প্রসঙ্গত, সিনেমা থেকে দূরে সরার পর রাজনীতিতে পা রেখেছিলেন ঊর্মিলা। কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুম্বই নর্থ কেন্দ্রে প্রার্থীও হয়েছিলেন। কিন্তু হেরে যান বলিউডের ‘ছম্মা ছম্মা’ গার্ল। ২০২০ সালের শেষে তিনি কংগ্রেস ছেড়ে শিব সেনায় যোগ দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement