Advertisement
Advertisement
Arbaaz Khan

রবিবারই বিয়ের পিঁড়িতে বসছেন আরবাজ! পাপারাজ্জিদের প্রশ্নে লজ্জায় লাল সলমনের ভাইজান

দ্বিতীয়বার বিয়ের খবরে সিলমোহর!

Arbaaz Khan CONFIRMS 2nd Wedding with Shura Khan? | Sangbad Pratidin

আরবাজ খান (ফাইল ছবি)

Published by: Sandipta Bhanja
  • Posted:December 24, 2023 12:54 pm
  • Updated:December 24, 2023 12:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দুয়েক আগেই জল্পনার সূত্রপাত! ২৪ ডিসেম্বর নাকি দ্বিতীয়বার ছাদনাতলায় বসতে চলেছেন আরবাজ খান (Arbaaz Khan Wedding)। রবিবার দুই পরিবারের উপস্থিতিতেই এক হবে চার হাত। কিন্তু বিটাউনে চাউর হওয়া এই খবরে ধন্দ ছিল, তবে শনিবার ‘উমঙ্গ’-এর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে অভিনেতা যা প্রতিক্রিয়া দিলেন, তাতে আর দুই সন্তানের বাবা আরবাজের দ্বিতীয়বার বিয়ে করার খবরে কোনও সন্দেহ রইল না!

শনিবার সন্ধেয় মুম্বই পুলিশ আয়োজিত অনুষ্ঠান ‘উমঙ্গ’-এর রেড কার্পেটে হাজির হয়েছিলেন আরবাজ খান। সেখানেই অভিনেতা-প্রযোজককে দেখে প্রায় ছেঁকে ধরেন পাপারাজ্জিরা। শুধু তাই নয়, আরবাজকে সোজাসুজি প্রশ্ন করেন, “কাল কখন আসব?” সেই প্রশ্ন শুনেই লজ্জায় লাল হয়ে যান সলমন খানের ভাইজান। মুখে টুঁ শব্দটি না করে ঠোঁটের উপর আঙুল রেখে ইশারা করেন। অতঃপর তিনি যে বিষয়টা একেবারে চুপিচুপি সারতে চাইছেন, তা বলাই বাহুল্য।

Advertisement

[আরও পড়ুন: বাস্তব সমস্যা নিয়েও বাজিমাত! ১০০ কোটি পেরল ‘ডাঙ্কি’]

আজ্ঞে! মালাইকা অরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদ, জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে প্রেমে ভাঙন… তিক্ত অতীত ভুলে রবিবাসরীয় সন্ধেয় দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আরবাজ খান (Arbaaz Khan)। বড়দিনের আগের দিনই সলমন খানের পরিবারে বিয়ে। ভাইজানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে এখন সাজসাজ রব! কাকে বিয়ে করছেন তিনি? বলিউড মাধ্যম সূত্রে খবর, সুরা খান নামে এক বলিউড মেকআপ আর্টিস্টের সঙ্গেই দ্বিতীয়বার ছাদনাতলায় বসতে চলেছেন সলমন খানের ভাই। ‘পাটনা শুক্লা’ নামে এক ছবির শুটিং করতে গিয়েই সেটে সুরার সঙ্গে আলাপ হয় অভিনেতার। সেখান থেকেই মন দেওয়া নেওয়া। এবার শুভ পরিণয়।

[আরও পড়ুন: ‘ডাঙ্কি’র পর ফের বাণপ্রস্থে যাচ্ছেন শাহরুখ? বছরশেষে বোমা ফাটালেন বাদশা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement