সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টেজে মারাত্মক দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন এ আর রহমানের (AR Rahman) ছেলে এ আর আমিন। যেখানে তিনি গান করছিলেন সেখানেই ভেঙে পড়ে ঝাড়বাতি। কপাল জোরে এই দুর্ঘটনার কবল থেকে রক্ষা পান আমিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন এই কথা।
ইনস্টাগ্রামে দুর্ঘটনাস্থলের ছবি দিয়ে আমিন জানান। ঘটনাটি তিন দিন আগের। একটি গানের শুটিং করছিলেন তিনি। ঝাড়বাতি লাগানো স্টেজে শুটিংটি হচ্ছিল। আচমকা হুড়মুড়িয়ে ঝাড়বাতি-সহ গোটা ছাদটি ভেঙে পড়ে। এই ঘটনার কয়েক সেকেন্ড আগেই আমিন স্টেজ থেকে নেমেছিলেন। এক চুল এদিক-ওদিক হলেই হয়তো ঝাড়বাতির আঘাতে প্রাণ হারাতেন, এমনই আশঙ্কা করেছেন রহমানের ছেলে।
আমিন জানান, তিনি এবং তাঁর টিমের সদস্যরা এখনও আতঙ্কে রয়েছেন। কিছুতেই এই ট্রমা কাটিয়ে উঠতে পারছেন না। ছেলের এই পোস্টে প্রতিক্রিয়া দিতে গিয়ে এ আর রহমান লিখেছেন, “অলৌকিক পরিত্রাণ”। আমিনের রাহিমা লিখেছেন, “সবই ঈশ্বরের কৃপা ভাই। আমরা তোমার পাশে আছি।”
View this post on Instagram
উল্লেখ্য, এ আর রহমানের তিন সন্তান। আমিন ছাড়াও খাতিজা ও রাহিমা নামের দুই মেয়ে রয়েছে তাঁর। ২০১৫ সালে তামিল সিনেমা ‘ও কাধাল কানমানি’র সিনেমার মাধ্যমে প্লেব্যাক সিঙ্গার হিসেবে আমিন নিজের কেরিয়ার শুরু করেন। সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’য় ‘নেভার সে গুডবাই’ গানটিও গেয়েছিলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.