সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ নভেম্বর, গত বুধবার সোশাল মিডিয়ায় আচমকাই মিউজিক মায়েস্ত্রোর ডিভোর্সের খবর শুনে যেন বাজ পড়ে ভক্তদের মাথায়! পাশাপাশি শুরু হয়, পরকীয়ার গুঞ্জনও। সেই জল্পনা পেরিয়ে খোরপোশ হিসেবে সম্পত্তির ভাগাভাগি, সন্তানদের দায়িত্ব কে নেবেন? এসব বিষয় নিয়ে কাটাছেঁড়া শুরু! কৌতূহলের অন্ত নেই! কেউ বা আবার রোল মডেলের বিবাহ বিচ্ছেদের খবরে দুঃখপ্রকাশ করে সায়রা-রহমানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনারত, দাম্পত্য যেন জোড়া লাগে। এই বিষয়ে আশাবাদী শোনাল আইনজীবী বন্দনা শাহকে।
ডিভোর্স আইনজীবী হিসেবে বেশ খ্যাতনামা বন্দনা। তিনিই রহমান (AR Rahman) এবং সায়রার বিবাহ বিচ্ছেদের মামলাটি দেখছেন। সম্প্রতি ভিকি লালওয়ানির ইউটিউব চ্যানেলে রহমানের ডিভোর্স নিয়ে মুখ খোলেন তিনি। সেখানেই সায়রা-রহমানের পুনর্মিলনের জল্পনা উসকে দেন বন্দনা! তিনি বলেন, “আমি তো কখনও বলিনি ওঁদের ভাঙা বিয়ে জোড়া লাগবে না। আমি নিজে ভীষণ ইতিবাচক একজন মানুষ। আর সবসময়ে ভালোবাসা, রোমান্স নিয়ে কথা বলি। সায়রা-রহমানের যৌথ বিবৃতিতেই তো সবটা পরিষ্কার। যেখানে ওঁদের কষ্ট এবং বিচ্ছেদের কথা বলা হয়েছে। দীর্ঘদিনের দাম্পত্য ওঁদের, তাই অনেক ভাবনাচিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে ওঁরা। কিন্তু আমি তো এরমাঝে কখনও বলিনি যে এ আর রহমান এবং সায়রাবানুর পুনর্মিলন সম্ভব নয়।”
সন্তানদের দায়িত্ব কে নেবেন? সেই বিষয়েও নানা জল্পনা শোনা যাচ্ছে। এমন কৌতূহলের মাঝেই আইনজীবী বন্দনা শাহ জানালেন, “সায়রা এবং রহমান কেউ এখনও সেটা ঠিক করেননি। সন্তানরা সকলেই প্রাপ্তবয়স্ক। ওঁরা নিজেরাই সিদ্ধান্ত নেবে মা না বাবার কাছে থাকবে।” এর আগে খোরপোশ সংক্রান্ত বিষয়ে মুখ খুলেছিলেন বন্দনা। তিনি জানান, “বিচ্ছেদের পর স্বামীর সম্পত্তির অর্ধেকাংশ যে স্ত্রী পাবেন খোরপোশ হিসেবে, সেটা ভারতে এক প্রচলিত ধারণা ছাড়া কিছুই নয়। এইধরণের কোনও আইনও নেই। তাই রহমান-সায়রার ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য। আইনজীবীর সংযোজন, ডিভোর্সের মামলা দায়ের করার সঙ্গে সঙ্গেই স্ত্রীরা সম্পত্তির অর্ধেক মালিকানা পান না। এই আইনি প্রক্রিয়া চলতে একটু সময় লাগে। তাই রায় দানের আগে আদালত তথ্যপ্রমাণাদি যাচাই করে। যদিও এ আর রহমান এবং সায়রাবানু বন্ধুত্বপূর্ণভাবেই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন, তাই এক্ষেত্রে খোরপোশের প্রশ্নই ওঠে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.