Advertisement
Advertisement

Breaking News

AR Rahman

‘নিজের চরকায় তেল দিন’, মোহিনীর সঙ্গে বাবার পরকীয়ার গুঞ্জনে চটলেন রহমানকন্যারা

বঙ্গকন্যার সঙ্গে রহমানের পরকীয়ার গুঞ্জন নিয়ে প্রথমবার মুখ খুললেন শিল্পীর কন্যারা।

AR Rahman-Saira Banu’s Daughters SLAM Rumours Amidst Parents’ Separation
Published by: Sandipta Bhanja
  • Posted:November 22, 2024 2:27 pm
  • Updated:November 22, 2024 2:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় এ আর রহমানের বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘণ্টা পরেই রহমানের (AR Rahman) সহশিল্পী মোহিনী দে-ও (Mohini Dey) স্বামী ম্যাকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন। দুই ঘটনার যোগসূত্র খুঁড়ে নানা জল্পনা নেটপাড়ায়। রটে গিয়েছে, রহমান-সায়রাবানুর ত্রিশ বছরের দাম্পত্যে ডিভোর্সের নেপথ্যে নাকি এই বঙ্গকন্যা! এদিকে বাবা-মার বিচ্ছেদে মন খারাপ দুই মেয়ে রহিমা, খাতিজাদের (Khatija, Raheema Rahman)। এর মাঝেই মোহিনী দে-র সঙ্গে বাবার পরকীয়ার গুঞ্জন শুরু হওয়ায় মারাত্মক চটে গেলেন রহমানকন্যারা।

নেটপাড়ায় রহমান-মোহিনীকে নিয়ে নানা চটুল, রসাল খবর চাউর হতেই শেষমেশ মুখ খুললেন বড়কন্যা রহিমা রহমান। সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্টে নিন্দুকদের একহাত নিয়ে লিখেছেন, ‘সবসময়ে মনে রাখবেন গুঞ্জন তারাই ছড়ায় যারা হিংসে করে বা আপনাকে ঘৃণা করে। মূর্খরা সেগুলো রটায়। আর বোকারা সেই ভুয়ো খবর, রটনাগুলোকে গিলতে থাকে। সত্যিই বলছি, নিজের চরকায় তেল দিন।’ দিদির সেই পোস্ট শেয়ার করেই ক্ষোভ উগড়ে দিয়েছেন বোন খাতিজা রহমানও।

Advertisement

এদিকে রহমান ও মোহিনীকে জড়িয়ে বিতর্ক শুরু হতেই মুখ খুলেছেন রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “এসব বিতর্কের কোনও অর্থ নেই। মোহিনীর ডিভোর্সের সঙ্গে রহমানে ও সায়রার ডিভোর্সের কোনও সূত্র নেই। এটা তাঁদের একেবারে নিজস্ব সিদ্ধান্ত। তাই অযথা বিতর্ক না করাই ভালো। প্রত্যেকটি দীর্ঘ বিবাহিত জীবনই ওঠাপড়ার মধ্যে দিয়ে এগিয়ে চলে। আমি খুবই খুশি তাঁরা খুব সচেতনভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বিচ্ছেদ একেবারেই খারাপ বৈবাহিক জীবনের ফল নয়। সায়রা ও রহমান দুজনেই দুজনকে সম্মান করেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement