Advertisement
Advertisement

Breaking News

AR Rahman

‘বাবা কিংবদন্তি, অযথা মানসম্মান নষ্ট করবেন না’, মোহিনীকে নিয়ে এবার ঝাঁজালো রহমানপুত্র

রহিমা-খাতিজাদের পর এবার পরকীয়ার গুঞ্জনে মুখ খুললেমন এ আর রহমানের ছেলে।

AR Rahman’s Son Breaks Silence On ‘Baseless’ Rumours Involving Mohini Dey
Published by: Sandipta Bhanja
  • Posted:November 22, 2024 4:03 pm
  • Updated:November 22, 2024 7:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কন্যাদের পর এবার রহমানপুত্র। পরকীয়ার গুঞ্জনে বাবার সম্মান নিয়ে নেটিজেনরা ছিনিমিনি খেলতেই গর্জে উঠলেন এ আর আমিন ( AR Ameen)। অস্কারজয়ী শিল্পীর বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘণ্টা পরেই টিমের সহশিল্পী গিটারবাদক মোহিনী দে (Mohini Dey)-ও স্বামী ম্যাকের সঙ্গে ডিভোর্স ঘোষণা করেন। এর পরই রটে যায়, রহমান-সায়রাবানুর ত্রিশ বছরের দাম্পত্য ভাঙার নেপথ্যে নাকি এই বঙ্গকন্যা! পরকীয়ার গুঞ্জন শুরু হতেই রহমানের (AR Rahman) দুই কন্যা রহিমা-খাতিজারা ফুঁসে ওঠেন। এবার ঝাঁজালো রহমানপুত্র আমিন।

কোনওরকম ভনিতা করেই সোজাসাপটা কথা লিখলেন এ আর আমিন। ইনস্টাগ্রামে বাবার ছবি দিয়ে তাঁর মন্তব্য, ‘আমার বাবা একজন কিংবদন্তি। শুধুমাত্র তাঁর অনবদ্য অবদানই নয়, মূল্যবোধের জন্যেও আজ তিনি এই জায়গায় পৌঁছেছেন। বাবা ভালোবাসা এবং সম্মানও অর্জন করেছেন এত বছর ধরে। তাই সোশাল মিডিয়ায় এত রটনা, ভুয়ো খবর দেখে ছড়াচ্ছে দেখে খারাপ লাগছে। কারও জীবন সম্পর্কে কোনও অসত্য কিছু বলার আগে তাঁর সম্মানের কথা মাথায় রাখা উচিত। তাঁর পরম্পরার কথাও ভুলে গেলে চলবে না। তাই এধরনের মিথ্যে কথা বা ভুয়ো তথ্য রটানো থেকে বিরত থাকুন। ওঁর মান-মর্যাদা এবং তার প্রভাব আমাদের উপর পড়ার কথা ভুলে যাবেন না।’ পাশাপাশি আমিন এও স্পষ্ট করে দিলেন যে, ‘মোহিনী দে এবং এ আর রহমানের ডিভোর্সের মধ্যে কোনও যোগসূত্র নেই।’

Advertisement

ঠির তার আগেই রহমানের দুই কন্যা গর্জে উঠেছেন। নেটপাড়ায় রহমান-মোহিনীকে নিয়ে নানা চটুল, রসাল খবর চাউর হতেই সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্টে নিন্দুকদের একহাত নিয়ে বড়কন্যা রহিমা রহমান লিখেছেন, ‘সবসময়ে মনে রাখবেন গুঞ্জন তারাই ছড়ায় যারা হিংসে করে বা আপনাকে ঘৃণা করে। মূর্খরা সেগুলো রটায়। আর বোকারা সেই ভুয়ো খবর, রটনাগুলোকে গিলতে থাকে। সত্যিই বলছি, নিজের চরকায় তেল দিন।’ দিদির সেই পোস্ট শেয়ার করেই ক্ষোভ উগড়ে দিয়েছেন বোন খাতিজা রহমানও। এবার তাঁদের ছোটভাইও নিন্দুকদের যোগ্য জবাব দিতে পিছপা হলেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement