Advertisement
Advertisement
A R Rahman

রহমানের AI ম্যাজিক, সিনেমায় ফেরালেন মৃত গায়কদের কণ্ঠ!

গায়কদের পরিবারের অনুমতি নিয়েই এমনটি করেছেন সুরকার। বিতর্ক এড়াতে খোলসা করলেন রহমান।

AR Rahman has used AI to recreate late Bamba Bakya and Shahul Hameed voices in his new song for Lal Salaam| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 29, 2024 8:51 pm
  • Updated:January 29, 2024 8:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কারার ওই লৌহ কপাট’ বিতর্কের পর থেকেই সোশাল মিডিয়ায় রহমানের হাজিরা আগের থেকে অনেক কম। এমনকী, গোটা বাংলা, গোটা দেশ যখন ‘লৌহ কপাট’ বিতর্কে একহাত নিচ্ছিলেন রহমানকে, তখনও কিন্তু মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। সেই বিতর্কে ইতি পড়লেও, ‘লৌহ কপাট’ নিয়ে রহমান স্পিকটি নট। আর এবার রহমান যা করলেন, তা দেখে অনুরাগীরা হতবাক! লোকে বলছে রীতিমতো অসাধ্য সাধন করেছেন অস্কারজয়ী এই সুরকার।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে রহমান জানান, ” লাল সেলাম ছবিতে প্রয়াত বাম্বা বাকিয়া ও শাহুল হামিদের কণ্ঠ ব্যবহার করেছি তাঁদের পরিবারের থেকে অনুমতি নিয়েই। এবং উপযুক্ত সাম্মানিক অর্থও দেওয়া হয়েছে তাঁদের কণ্ঠকে ব্যবহার করা হয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: গুরুতর অসুস্থ কবীর সুমন, হাসপাতালে ‘গানওয়ালা’]

রহমান আরও লেখেন, ”প্রযুক্তি কখনই বিপদ ডেকে আনে না। কীভাবে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, সেটা জানা অত্যন্ত দরকার।”

প্রসঙ্গত, ‘লাল সেলাম’ সিনেমার হাত ধরেই ফের পরিচালকের আসনে ঐশ্বর্য রজনীকান্ত। এক ক্যামিও চরিত্রের জন্য বাবা রজনীকান্তকে কাস্ট করেছেন তিনি। সেই ছবির পোস্টার যদিও আগেই মুক্তি পেয়েছে। এই ছবিতে রজনীকান্তের চরিত্রের নাম মঈদীন ভাই।

[আরও পড়ুন: নির্ঘাত পরকীয়া! ‘ভাবি ২’ তৃপ্তির সঙ্গে রণবীরের মাখোমাখো নাচ, ভিডিও ঘিরে শোরগোল ]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement