Advertisement
Advertisement
AR Rahman

‘ভারত থেকে সব ভুলভাল ছবি পাঠানো হচ্ছে!’, অস্কার নিয়ে বিস্ফোরক এ আর রহমান

'নাটু নাটু' অস্কার পাওয়ার পর 'RRR' ছবির টিমকে শুভেচ্ছা জানিয়েছেন রহমান।

AR Rahman feels India sends ‘wrong movies’ to the Oscars | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 17, 2023 9:19 am
  • Updated:March 17, 2023 9:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নাটু নাটু’ অস্কার পেতেই ‘RRR’ ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানিয়ে ছিলেন সুরকার এ আর রহমান। ‘নাটু নাটু’ অস্কার পাওয়ার পর রহমান ভেসে গিয়েছিলেন নস্ট্যালজিয়ায়। তাঁর মনে পড়েছিল স্লামডগ মিলিওনিয়ার ছবির জয় হো গানের কথা। কিন্তু এরই মাঝে হঠাৎ ভাইরাল হল এ আর রহমানের এক সাক্ষাৎকার। যেখানে রহমান বলেছিলেন, সব ভুলভাল ছবিকে অস্কারে পাঠাচ্ছে ভারত!

ভাইরাল হওয়া সাক্ষাৎকারে রহমান বলেন, ”ভারত থেকে যে ধরনের ছবি অস্কারে পাঠানো উচিত তেমন ছবি পাঠানো হচ্ছে না। এ ব্য়াপারে আমরা ভুল করছি। পশ্চিমের মানুষ তো সেই সব ছবিগুলির রস বুঝতে পারছেন না। ওঁদের দিক থেকেও তো ব্যাপারটা ভাবতে হবে! আমরা খালি নিজেদের মতো করে ভাবছি। ছবি নির্বাচনটা খুব ভুল হচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: কাজিকে বিয়ে করে ছেড়েছিলেন অভিনয়, এবার মা হচ্ছেন বলিউডের একদা অভিনেত্রী সানা]

জানা গিয়েছে, রহমান এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন ৬ জানুয়ারি, তাঁর জন্মদিনে। অর্থাৎ অস্কারের বহু আগেই। তবে আগেই তিনি জানিয়েছিলেন ‘নাটু নাটু’ অস্কার পেলে তা দেশের পক্ষে ভাল।

[আরও পড়ুন: আমেরিকার জিমে ধারালো অস্ত্র দিয়ে কোপ হৃতিকের সহ-অভিনেতা আমনকে, ভাইরাল ভিডিও ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement