Advertisement
Advertisement

Breaking News

AR Rahman Divorce

২৯ বছরের দাম্পত্যে ইতি, বিয়ে ভাঙল এ আর রহমানের, শিল্পীর পোস্টে বেদনার সুর

অস্কারজয়ী শিল্পীর আশা ছিল একসঙ্গেই বিয়ের তিরিশতম বছর উদযাপন করবেন। কিন্তু তা আর হল না। 

AR Rahman Divorce: Singer and his wife Saira Banu confirmed their split after 29 Years of Marriage
Published by: Suparna Majumder
  • Posted:November 20, 2024 9:02 am
  • Updated:November 20, 2024 4:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি। বিয়ে ভাঙল এ আর রহমানের। অস্কারজয়ী শিল্পীর আশা ছিল একসঙ্গেই বিয়ের তিরিশতম বছর উদযাপন করবেন। কিন্তু তা আর হল না।  রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু বিচ্ছেদের (AR Rahman Divorce) সিদ্ধান্ত নিয়েছেন। সোশাল মিডিয়ায় বেদনাদায়ক পোস্টের মাধ্যমে এই বিচ্ছেদের খবর জানান অস্কারজয়ী সঙ্গীতশিল্পী। 

A. R. Rahman and Wife

Advertisement

১৯৯৫ সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ ২৯ বছর তাঁরা একসঙ্গে কাটিয়েছেন। খাতিজা, রহমান ও আমিন, তিন সন্তানের জন্ম হয়েছে। মেয়ে খাতিজার বিয়েও হয়ে গিয়েছে। 

বিয়ের এত বছর পর আচমকা কেন বিচ্ছেদের পথে হাঁটলেন রহমান ও সায়রা? এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এক্স হ্যান্ডেলে রহমান নিজের ও সায়রার যৌথ বিবৃতি শেয়ার করেছেন। যাতে জানানো হয়, দাম্পত্যের তিরিশ বছরের জন্য অনেক প্রত্যাশা ছিল রহমান ও তাঁর স্ত্রীর। কিন্তু তা হল না।  

বিবৃতিতে লেখা, ‘আমরা গ্র্যান্ড থার্টিতে পৌঁছে যাব এই আশা ছিল। কিন্তু নিয়তির যে অন্য ভাবনা ছিল আর তা আগে থেকে আঁচ করা যায়নি।  ভাঙা মনের ভারে ঈশ্বরের আসনও তো টলে যায়। তবুও এই ছিন্নভিন্ন সম্পর্কে আমরা মানে খুঁজতে থাকি। যদিও এই ভাঙা টুকরো গুলো আবার আগের মতো জোড়া লাগানো সম্ভব নয়। জীবনের এই ভঙ্গুর অধ্যায়ে আমাদের প্রাইভেসিকে সম্মান করার জন্য আর মহানুভবতার জন্য বন্ধুদের ধন্যবাদ জানাই।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement