Advertisement
Advertisement
AR Rahman

পুণের শো বন্ধের ঘটনায় মুখ খুললেন রহমান, ভিডিও শেয়ার করে কী বললেন?

মাঝপথেই অস্কারজয়ী শিল্পীর শো বন্ধ করে দিয়েছিল পুণে পুলিশ।

AR Rahman breaks his silence after Pune police stops concert midway | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 3, 2023 9:52 am
  • Updated:May 3, 2023 9:52 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ আর রহমান (AR Rahman) মানেই সুরের মূর্ছনা। তাতেই আচ্ছন্ন ছিলেন পুণের দর্শকরা। আচমকা তাল কাটল পুলিশের আগমনে। সটান মঞ্চে উঠে আঙুল তুলে গান বন্ধ করার নির্দেশ দেন পুলিশ আধিকারিক। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ করেন রহমান অনুরাগীরা। এবার মুখ খুললেন খোদ অস্কারজয়ী সংগীতশিল্পী।

AR Rahman's live concert stopped by police in Pune | Sangbad Pratidin

Advertisement

রবিবার পুণের রাজা বাহাদুর মিলসে একটি কনসার্টে যোগ দিয়েছিলেন রহমান। কনসার্টটি রাত ১০টার মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরও তা চলতে থাকে। আর সেই কারণেই সেখানে হানা দিয়ে অনুষ্ঠান বন্ধ করে পুলিশ। তবে একটি ভিডিওতে দেখা যায়, রহমানের দিকে আঙুল তুলে কথা বলছেন পুলিশ আধিকারিক। এতেই ক্ষিপ্ত হয়ে যান শিল্পীর অনুরাগীরা।

[আরও পড়ুন: সাপের মতো শরীরে জড়িয়ে কালো চুল, উরফির উদ্ভট ফ্যাশনের নয়া ভিডিও প্রকাশ্যে]

এমন পরিস্থিতিতেই পুণে কনসার্টের কিছু মুহূর্ত শেয়ার করেন রহমান। তাতে পুলিশের আসার বিষয়টিও ছিল। ভিডিওর ক্যাপশনে শিল্পী লেখেন, “আমাদের কি মঞ্চে রকস্টার সিনেমার মতো অভিজ্ঞতা হল? হ্যাঁ, তাইতো হল! আমরা দর্শকদের ভালবাসায় অভিভূত আর আরও অনেক কিছু উপহার হিসেবে দিতে চাই…পুণে, এমন একটা স্মরণীয় সন্ধ্যা উপহার হিসেবে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। আমাদের রোলার কোস্টার রাইডের কিছু মুহূর্ত।”

যে ভিডিও রহমান শেয়ার করেছেন তাতেও তিনি রকস্টারের গান ব্যবহার করেছেন। দর্শকদের উদ্দেশ্যে বলেছেন, “মনে আমরা একটু বেশিই সময় নিয়ে নিয়েছি। তাই বন্ধ করছি। তবে আমি উপভোগ করলাম পুরো বিষয়টি। ভাল লাগল।”

[আরও পড়ুন: যোগাসনের ছবি পোস্ট করায় যৌন হেনস্তা, কী সিদ্ধান্ত নিলেন ঊষসী চক্রবর্তী? ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement