Advertisement
Advertisement
AR Rahman

‘হিন্দি নয়, তামিলে কথা বলো!’, মঞ্চে স্ত্রী সায়রাকে নির্দেশ এ আর রহমানের, ভিডিও ভাইরাল

১৯৯৫ সালে সায়রার সঙ্গে বিয়ে হয় রহমানের।

AR Rahman asks his wife Saira Banu not to speak in Hindi, tells her to talk in Tamil at event| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 26, 2023 4:57 pm
  • Updated:April 26, 2023 4:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিল ভাষাতেই কথা বলতে সবচেয়ে বেশি পছন্দ করেন সংগীত পরিচালক এ আর রহমান। তাই সুযোগ পেলে তামিল ছাড়া রহমানের মুখে অন্য কোনও ভাষা একেবারেই নয়। আর হিন্দিকে তো দরকারে একপাশে সরিয়ে রাখতে পারলেই বেঁচে যান। তবে এবার শুধু নিজে নয়। বরং স্ত্রী সায়রা বানুকেও তামিল ভাষায় কথা বলতে অনুরোধ করলেন রহমান। রহমানের নিজের মাতৃভাষার প্রতি প্রেম দেখে আপ্লুত নেটিজেনদের একাংশ।

তা ঠিক কী ঘটেছে?

Advertisement

সম্প্রতি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রহমান ও তাঁর স্ত্রী সায়রা। সেখানেই স্টেজে রহমানকে কিছু বলতে বলা হলে, রহমান পুরো তামিল ভাষাতেই বক্তব্য রাখেন। তারপর যখন রহমানের স্ত্রী সায়রাকে বক্তব্য রাখতে বলা হয়। তখন প্রকাশ্য়েই রহমান বলেন, হিন্দিতে নয়, তামিলেই কথা বলতে হবে!

[আরও পড়ুন: ‘দেশের সমস্যা মেটাতে বড় ভূমিকা নিচ্ছে মন কি বাত’, প্রধানমন্ত্রী মোদির প্রশংসায় আমির খান]

সায়রা বলেন, ”আমি খুব একটা ভাল তামিল বলতে পারি না। তবু চেষ্টা করছি। ভুল হলে ক্ষমা করবেন। রহমানের কণ্ঠস্বর আমার খুব প্রিয়। ওর কণ্ঠস্বর শুনেই আমি প্রেমে পড়েছিলাম। ”

১৯৯৫ সালে সায়রার সঙ্গে বিয়ে হয় রহমানের। তাঁদের রয়েছে তিন সন্তান খাতিজা, রহিমা ও আমিন।

[আরও পড়ুন: অবসাদ নয়, স্ত্রীর সঙ্গে মজা করতে গিয়েই মৃত্যু কন্নড় অভিনেতার! চাঞ্চল্যকর দাবি বন্ধুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement