Advertisement
Advertisement

Breaking News

Anant-Radhika Reception

অনন্ত-রাধিকার রিসেপশনে যশ-নুসরত! টলিপাড়ার আর কারা নিমন্ত্রিত?

আম্বানিদের এই অনুষ্ঠানেও চাঁদের হাট বসতে চলেছে।

Apart from Yash and Nusrat who are invited from Tollywood in Anant Ambani and Radhika Merchant's reception?
Published by: Suparna Majumder
  • Posted:July 14, 2024 12:42 pm
  • Updated:July 14, 2024 5:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে আক্ষরিক অর্থেই চাঁদের হাট বসেছে। একদিকে, কিম কার্দাশিয়ান, জন সিনার মতো আন্তর্জাতিক তারকা, অন্যদিকে অমিতাভ বচ্চন, রজনীকান্ত, শাহরুখ খান, সলমন খান, রণবীর কাপুররা। বিয়ে ১২ তারিখ সম্পন্ন হয়েছে। শনিবার ছিল বধূর গৃহপ্রবেশ ও আশীর্বাদ। এবার রিসেপশনের পালা। আর তাতে যোগ দিতে গেলেন টলিপাড়ার তারকা জুটি নুসরত জাহান ও যশ দাশগুপ্ত।  রওনা দিয়েছেন রাইমা সেন। এছাড়াও নিমন্ত্রিতদের তালিকায় শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, রিয়া সেনের নাম রয়েছে বলে খবর। 

Anant-Radhika-yash-Nusrat

Advertisement

সাতসকালেই বিমানবন্দরে হাজির হয়েছিলেন যশ ও নুসরত। অভিনেত্রীর পরনে ছিল জিনস আর টপ। যশ জিনসের উপরে পরেছিলেন সাদা শার্ট। হাসিমুখেই পাপারাজ্জিকে অভিবাদন জানান তারকা জুটি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sangbad Pratidin (@sangbadpratidin)

এদিন নুসরত-যশের সঙ্গে ছিলেন স্টাইলিস্ট অভিষেক। তিন জন একসঙ্গে যান বিমান ধরতে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও ভিডিও শেয়ার করেছেন নুসরত। যাতে অভিনেত্রী লিখেছেন, ‘দ্য ওয়েডিং অফ দ্য সেঞ্চুরি’।

Nusrat Insta post

[আরও পড়ুন: শাহরুখে মোহিত WWE তারকা জন সিনা, ছবি শেয়ার করে লিখলেন মনের কথা]

অনন্ত-রাধিকার বিয়ের একের পর এক অনুষ্ঠান হয়ে চলেছে। ইতিমধ্যেই নবদম্পতিকে আশীর্বাদ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভ আশীর্বাদের দিন গিয়ে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিয়ের অনুষ্ঠানে যেন বরপক্ষের হয়েই শামিল হয়েছেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, শাহরুখ খান, রণবীর কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোণ, আলিয়া ভাটরা। গিয়েছেন মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, অজয় দেবগনও। জাহ্নবী কাপুর, খুশি কাপুর, অনন্যা পাণ্ডেরাও চুটিয়ে নেচেছেন বিয়েতে। অনেককে আবার আশীর্বাদের অনুষ্ঠানেও দেখা গিয়েছে।

Anant Ambani-Radhika Merchant wedding: From cricketers to B-town stars, celebs joining grand ceremony | Sangbad Pratidin

যশ ও নুসরত ছাড়াও অনন্ত-রাধিকার বিয়ের রিসেপশনে যোগ দিতে মুম্বইয়ে গিয়েছেন রাইমা সেন। বিমানবন্দরে আদরের পোষ্যের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sangbad Pratidin (@sangbadpratidin)

 

এছাড়াও নজর কাড়বেন শাশ্বত চট্টোপাধ্যায়। ‘Kalki 2898 AD’ সিনেমায় মানসের চরিত্রে অভিনয় করে তুমুল প্রশংসা পেয়েছেন তিনি। রিসেপশনে আবার ‘অশ্বথামা’ অমিতাভ বচ্চন, ‘সুমতি’ দীপিকা পাড়ুকোণের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা প্রবল। তেমন হলে হবে ‘কল্কি’ রিউনিয়ন। শোনা গিয়েছে, রিসেপশনে ‘বহুরূপী’র অভিষেক রায়ের ডিজাইনে সাজবেন শাশ্বত। 

Kalki-Saswata

[আরও পড়ুন: বিচ্ছেদের জল্পনায় জল! আম্বানিদের অনুষ্ঠানের ভিডিওয় একসঙ্গে ঐশ্বর্য-অভিষেক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement