Advertisement
Advertisement

Breaking News

অপর্ণা সেন

‘প্রধানমন্ত্রী হিসেবে আবার মনমোহন সিংকেই চাই’, ফের অপর্ণার তোপে মোদি

ঠিক কী বললেন অপর্ণা সেন?

Aparna Sen wants Manmohan Singh back as Prime Minister
Published by: Sandipta Bhanja
  • Posted:August 27, 2019 4:53 pm
  • Updated:August 27, 2019 4:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফের সরব পরিচালক তথা অভিনেত্রী অপর্ণা সেন। এবারও অপর্ণার তোপে নরেন্দ্র মোদি। সম্প্রতি রাজ্য ও জাতীয় স্তরের একাধিক রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে বিরোধীতা করেছেন তিনি। ‘জয় শ্রীরাম’ ধ্বনি রীতিমতো ত্রাসে পরিণত হয়েছে, সেই মর্মে প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে তাঁর সইও ছিল। এবার আরেক ধাপ এগিয়ে অপর্ণা সরাসরি তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে।

“যদি অদূর ভবিষ্যতে আমাদের অর্থনৈতিক মন্দা, মহামারী ও দাঙ্গার থেকে বাঁচতে হয়, তাহলে আমাদের তাঁকেই দরকার। জাতীয়তাবাদ দিয়ে এ সব রোখা যাবে না।”

Advertisement

“প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি নয়, চাই মনমোহন সিংকেই”, সম্প্রতি এমন বিস্ফোরক মন্তব্যই করে বসলেন অপর্ণা সেন। দেশজুড়ে চলতে থাকা মন্দা ও অধোগতি রুখতে ‘জাতীয়তাবাদ’ নয়, বরং দরকার এক সুষ্ঠু পরিকল্পনার। আর দুর্দশার সেই মোড় ঘোরাতেই এখন মোদির পরিবর্তে প্রধানমন্ত্রীর আসনে দরকার মনমোহন সিংকে, এমনটাই মত তাঁর।

[আরও পড়ুন: রাজনীতিতে যোগদানের খবর নেহাতই রটনা! মুখ খুললেন সঞ্জুবাবা ]

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এক ব্যক্তি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তর্ক জুড়েছিলেন। টুইটে জনৈক ব্যক্তি বলেন, “মনমোহন সিংয়ের মূল্যায়ণ ভারতের মানুষ ঠিকভাবে করতেই পারেননি। মনমোহনকে আরও একবার ফিরিয়ে আনতে বলার অন্যতম কারণ হল ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার আঁচ তিনি দেশবাসীর উপর পড়তে দেননি। মানুষ বুঝতেই পারেননি যে তাঁরা কোন সমস্যা থেকে বেঁচে গেল। আর তাই বহাল তবিয়তেই জীবন কাটিয়েছেন।” আর এই টুইটের উত্তরেই নিজের মতামত জুড়তে গিয়ে অপর্ণা সেন প্রধানমন্ত্রীর আসনে আরও একবার মনমোহন সিংকেই দাবি করেন।

[আরও পড়ুন: আমাজন নিয়ে উদ্বিগ্ন লিওনার্দো, ৩৬ কোটি টাকা দিলেন হলিউড অভিনেতা ]

ঠিক কী বললেন পরিচালক? স্পষ্টভাষায় অপর্ণা বলেন, “মনমোহন সিং এতটাই ভদ্রলোক ছিলেন যে নিজের ঢাক নিজে কখনও পেটাননি। এটা কখনওই অস্বীকার করার নয় যে তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন। যদি অদূর ভবিষ্যতে আমাদের অর্থনৈতিক মন্দা, মহামারী ও দাঙ্গার থেকে বাঁচতে হয়, তাহলে আমাদের তাঁকেই দরকার। জাতীয়তাবাদ দিয়ে এসব রোখা যাবে না।” মন্দার মেঘ ক্রমশ ছেয়ে যাচ্ছে দেশের অর্থনৈতিক পরিকাঠামোতে। বিশেষজ্ঞদের মতে, গত ৭০ বছরে এই প্রথম বাজারে এত নগদ সমস্যা দেখা দিয়েছে। শিল্পে উৎপাদন কমেছে। গণহারে ছাঁটাই হচ্ছে শ্রমিক। গড় জাতীয় উৎপাদনও কমেছে বছরের প্রথম ৩ মাসে। আর ঠিক এই বিষয়েই উদ্বিগ্ন অপর্ণা সেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement