Advertisement
Advertisement
Aparna Sen

‘জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ নয়’, পঞ্চায়েত-হিংসা নিয়ে মমতা সরকারের নিন্দায় অপর্ণা সেন

পঞ্চায়েত নির্বাচনে হিংসার প্রতিবাদে এবার মুখ খুললেন অপর্ণা সেন।

Aparna Sen slams violence in panchayat elections 2023| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 20, 2023 7:38 pm
  • Updated:July 20, 2023 7:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে হিংসার প্রতিবাদে এবার মুখ খুললেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন। যেভাবে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস হয়েছে তার তীব্র নিন্দা করলেন অপর্ণা। মহাবোধি সোসাইটি হলে এক অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে স্পষ্ট অপর্ণা জানালেন, ‘এ রাজ্যে পরিবর্তন দরকার ছিল। কিন্তু তাঁর বদলে এমন ঘটবে তা চাওয়া হয়নি।’ শুধু তাই নয়, ভোট সন্ত্রাসের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের কাছে খোলা চিঠি দেওয়ার কথাও বলেছেন তিনি।

চিঠিতে অপর্ণা সেন উল্লেখ করেছেন, ‘আপনি অবগত আছেন যে ৮ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত গত ৩৭ দিনে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ৫২ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এবং বহু মানুষ নিখোঁজ। আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব অস্বীকার না করেও, এই কথা অবশ্যই বলা যায় যে এই পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক হত্যালীলা, এবং অরাজকতার দায়িত্ব মূলত পশ্চিমবঙ্গ সরকারের এবং আপনার।’

Advertisement

[আরও পড়ুন: ‘রাগে গা জ্বলছে! দৃষ্টান্তমূলক শাস্তি হোক, মণিপুর গণধর্ষণকাণ্ডে ফুঁসছেন অক্ষয়-উর্মিলা-রিচারা]

এদিন অপর্ণা , ”বাংলার পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে ‘জল্লাদের উল্লাসমঞ্চ’ বলেও ব্যাখা করেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমার বলার মতো কিছুই নেই। সকলের মতো আমিও নিরুপায় হয়ে দেখছি। কিছু বলেও তো লাভ হচ্ছে না! সেই সময় পরিবর্তনের ডাক দেওয়া ভুল ছিল না, দরকার ছিল। তখন বামেরা যা করছিল, অত্যন্ত অন্যায় করছিল। হার্মাদ বাহিনী গ্রামে গ্রামে ভোট দিতে দিতে না। আমরা দেখেছি। সেগুলো ভুলিনি। কিন্তু এটা চাইনি।”

[আরও পড়ুন: ‘আলিয়ার ক্ষেত্রে নেপোটিজম শব্দটা খাটে না, খুব ট্যালেন্টেড’, প্রশংসায় পঞ্চমুখ চূর্ণী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement