Advertisement
Advertisement
Aparna Sen on R G Kar

‘কলকাতাবাসী হিসেবে লজ্জিত…’, RG Kar কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন অপর্ণার

এদিন গাড়িতে করে আর জি কর হাসপাতালে পৌঁছান অপর্ণা সেন। এদিকে তাঁকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন গুটিকয়েক সিপিএম সমর্থক। বিক্ষোভের জেরে সংবাদমাধ্যমকে কিছু না বলেই বিক্ষোভকারীদের মাঝে চলে যান অপর্ণা সেন। সেখানে কিছুক্ষণ বসেন তিনি। এর পরই মাইক হাতে নেন।

Aparna Sen sharply reacted on R G Kar Medical College and Hospital incident
Published by: Suparna Majumder
  • Posted:August 13, 2024 5:44 pm
  • Updated:August 13, 2024 6:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। মঙ্গলবারই ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাই কোর্ট। এদিকে এই ঘটনায় মঙ্গলবার ‘নাগরিক সমাজের ধিক্কার পদযাত্রা’র আহ্বান জানায়। আর তাতে যোগ দিয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন অপর্ণা সেন (Aparna Sen)। ‘কলকাতাবাসী হিসেবে আমি লজ্জিত’, বললেন অভিনেত্রী-পরিচালক। ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। 

Aparna Sen

Advertisement

শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে মঙ্গলবারের এই ‘নাগরিক সমাজের ধিক্কার পদযাত্রা’র আহ্বান জানানো হয়েছিল। শ্যামবাজার নেতাজি মূর্তির সামনে থেকে বিকেল চারটে নাগাদ পদযাত্রা শুরু হয়। শেষ হয় আর জি করের এমার্জেন্সি গেটে। প্রথমে শোনা গিয়েছিল মীরাতুন নাহার, সুজাত ভদ্র, সোহিনী সেনগুপ্ত, পল্লব কীর্তনীয়া, উদয় নারায়ণ সরকারদের সঙ্গে এই পদযাত্রায় যোগ দেবেন অপর্ণা। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য বর্ষীয়ান তারকা তা করতে পারেননি।

[আরও পড়ুন: বেড়াতে গিয়ে বড় ঘোষণা দেবের, রুক্মিণী কী বললেন?]

এদিন গাড়িতে করে আর জি কর হাসপাতালে পৌঁছান অপর্ণা সেন। এদিকে তাঁকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন গুটিকয়েক সিপিএম সমর্থক। বিক্ষোভের জেরে সংবাদমাধ্যমকে কিছু না বলেই বিক্ষোভকারীদের মাঝে চলে যান অপর্ণা সেন। সেখানে কিছুক্ষণ বসেন তিনি। এর পরই মাইক হাতে নেন।

মাইক হাতে নিয়েই তরুণী চিকিৎসকের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত চান অভিনেত্রী। তিনি বলেন, “কলকাতার নাগরিক হিসেবে আমরা লজ্জিত। আমি লজ্জিত।” তারকার দাবি, রাজ্য সরকার যত দ্রুত সম্ভব যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নিক যাতে মহিলারা সুরক্ষিতভাবে কাজ করতে পারেন। সিসিটিভি ক্যামেরা যথেষ্ট নেই কেন? সেই প্রশ্ন তুলে তিনি দাবি করেন, যে যে সরকারি সংস্থায় মেয়েরা কাজ করছেন। তাঁদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব সুরক্ষার ব্যবস্থা হোক। দোষীদের কঠিন দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান অভিনেত্রী-পরিচালক।

এর পরই অপর্ণা বলেন, “আমাদের কতগুলি প্রশ্ন আছে। এই সিভিক ভলান্টিয়াররা কারা? তাঁদের কেন ঢুকতে দেওয়া হচ্ছে?… এই সিভিক ভলান্টিয়ারদের ঢোকা বন্ধ করা হোক। পুলিশের জবাবদিহি করার প্রয়োজন আছে। কেন পুলিশ মৃতাকে রক্তাক্ত অবস্থায় দেখেও এটাকে একটা আত্মহত্যার ঘটনা বলে ঘোষণা করল? কেন পুলিশ তড়িঘড়ি এত ব্যস্ত হয়ে উঠল ময়নাতদন্ত করার জন্য? কেন এই হাসপাতালে যেখানে এমন ঘটনা ঘটেছে সেখানেই কেন ময়নাতদন্তের ব্যবস্থা করতে বলা হল? এই সব প্রশ্ন আমাদের সকলের মনে উঠেছে এবং এই সব প্রশ্নের জবাব আমরা চাই। এই জবাব পাওয়ার অধিকার আমাদের আছে। আমাদের দাবি যে পুলিশের ভূমিকা নিয়েও এখানে তদন্ত হোক… ছাত্রছাত্রীদের বলছি, “আমার কণ্ঠ তোমাদের কণ্ঠের সঙ্গে মেলালাম।”

[আরও পড়ুন: ‘পুরুষ মানেই সম্ভাব্য ধর্ষক…’, অভিনেত্রী গুলশানারা খাতুনের মন্তব্যে তোলপাড় সোশাল মিডিয়া]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement