Advertisement
Advertisement
Aparajita Adhya

‘মনের কোণে আঁকিবুকি এক অদ্ভুত মায়া’, ‘ফরাসি প্রেমে’ মজে অপরাজিতা

ফ্রান্স সফরের ডায়েরি দেখালেন অভিনেত্রী।

Aparajita Adhya shares her France, Cassis diary, watch

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:November 9, 2024 1:33 pm
  • Updated:November 9, 2024 1:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শশব্যস্ত শিডিউলের মাঝে ব্যগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়েছেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। অভিনেত্রীর জীবন বরবারই রঙিন খোলা ডায়েরির মতো। আনন্দের মুহূর্ত সবসময়েই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তাঁদের প্রিয় ‘অপাদি’। এবার ফ্রান্সে ঘুরতে গিয়ে সেখানকার প্রেমে পড়লেন অপরাজিতা আঢ্য। সেই টুকরো টুকরো স্মৃতিও সোশাল মিডিয়ায় তুলে ধরেছেন অভিনেত্রী।

দক্ষিণ ফ্রান্সের উপকূলে সমুদ্রের কোল ঘেঁষা এক স্থানে ঘুরতে গিয়েছিলেন অপরাজিতা। একটা ছোট্ট শহরের বর্ণনা যে এভাবে করা যায়, সেই পাঠ সম্ভবত অভিনেত্রীর কাছ থেকেই নিতে হয়। সেই আদুরে শহর ক্যাসিসকে তিনি এক ‘কিশোরী তন্বী’র সঙ্গে তুলনা করে লিখেছেন, “সমুদ্রের একেবারে কোল ঘেঁষে অবস্থিত আদুরে শহর ক্যাসিস। কিশোরী তন্বীর মতন তার গড়ন। ছোট ছোট পাথুরে ঘরবাড়িগুলো যেন মোম রঙে সাজানো জলছবি, পাথর বাঁধানো রাস্তা থেকে যেদিকে দুচোখ যায়, শুধু নীল আর নীল, সমুদ্রের নীল আর আকাশের নীল মিলেমিশে একটা নীলাভ স্বপ্নের ছায়া শহরটার মুখের উপর। পাটভাঙা রোদ্দুরে গা ধুয়ে নিতে পারে সহজেই, মাঝিমাল্লাদের শহরের উপকণ্ঠে বসে সমুদ্রে চেয়ে দেখলেই ছোট ছোট মাছ ধরা নৌকোর অবিরত আসা-যাওয়া। ওরা বুঝি মুক্তো খোঁজে? মৎস্যকন্যার সঙ্গেই প্রেমে পড়ে? সাগরের নীলিমায় বিলীন হতে ইচ্ছে করে। মনে হতেই পারে, এশহরে সব সম্ভব।”

Advertisement

একমুঠো এই অভিজ্ঞতায় শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, এই শহরের বুকে বাণিজ্যে এক অন্য রূপের বর্ণনাও দিয়েছেন অপরাজিতা। লিখেছেন, “এক পা, দু পা এগোলেই ছোট ছোট ক্যাফেদের কলতান, আন্তরিকতার গন্ধে ভরা ধোঁয়া ওঠা কফির কাপ, কি বলেছিল সেই সব পেয়ালার অবসর আজও মনে আছে- আবার এসো কিন্তু, আমায় ভুলো না!” তাঁর কথায়, “বৃহতের গরিমা যার নেই, তার ছিমছাম হওয়ার লাবণ্য আসে খুব সহজেই। এ শহর যেন সে কথাই বলে প্রতিক্ষণ।” যেন এক জীবন দর্শনের পাঠই দিলেন অভিনেত্রী। সুন্দরী ক্যাসিসের স্মৃতি রোমন্থন করে অপরাজিতা লিখলেন, “আঙুরের ক্ষেত, আমেজি ওয়াইনের গৌরব আর জল পিয়াসী মনের টান, নুড়ি পাথরে ভরা রামধনু রং সমুদ্র সৈকত, সব মিলিয়ে ক্যাসিস কে ভোলা যায় না। আজও মনের কোণে আঁকিবুঁকি এক অদ্ভুত রুপোলি মায়ায়, যা পেয়েছি সে রসদ যে স্মৃতির চেয়ে সত্যি সত্যিই বেশি!”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement