Advertisement
Advertisement

Breaking News

Anushka Sharma

বিরুষ্কাকন্যার নাচ দেখে হতবাক করিনা! ‘ভামিকাও নায়িকা হবে’, ভবিষ্যদ্বাণী নেটপাড়ার

ভামিকার সঙ্গে ছিল করিনাপুত্র তৈমুর ও জেহ।

Anushka Sharma’s Daughter Vamika Flaunts Her Adorable Moves In Unseen old Video| Sangbad

ফাইল চিত্র

Published by: Akash Misra
  • Posted:January 2, 2024 5:20 pm
  • Updated:January 2, 2024 5:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট্ট মেয়ে ভামিকা। কিন্তু ছোট্ট থেকেই একেবারে যেন ফিল্মি। তাই তো গান শুনলেই নেচে ওঠে ছোট্ট দুটো পা। আর সে নাচ দেখে হতবাক করিনা কাপুর খানও! হ্যাঁ, সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভামিকার একটি নাচের ভিডিও। যে ভিডিওতে দেখা গিয়েছে করিনা কাপুর খান ও তাঁর দুই সন্তান তৈমুর ও জেহ।

নানা সময়েই ভাইরাল হয় অনুষ্কা ও বিরাট কোহলির কন্যা ভামিকার নানা ছবি ও ভিডিও। এরকমই এক পুরনো ভিডিও দুম করে ভাইরাল হল সোশাল মিডিয়ায়। যা দেখে নেটপাড়া একেবারে আপ্লুত। ছোট্ট ভামিকাকে নাচতে দেখে নেটপাড়ার ভবিষ্যদ্বাণী অনুষ্কার মতো মেয়ে ভামিকাও নায়িকাও হবে।

Advertisement

[আরও পড়ুন: হৃতিক-দীপিকার ‘ফাইটার’ কত ঘণ্টার সিনেমা জানেন? শুনলে অবাক হবেন!]

২০১৭ সালে রূপকথার মতো বিয়ে করেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। ২০২১ সালে অনুষ্কার কোল জুড়ে আসে ছোট্ট ভামিকা। মেয়েকে বড় করার জন্য সিনেমা থেকে প্রায় বিদায় নেন তিনি। তবে নিজের প্রযোজনা সংস্থার ব্যানারে একের পর এক ওয়েব সিরিজ, সিনেমা প্রযোজনা করেছেন। সম্প্রতি গুঞ্জন রয়েছে, অনুষ্কা নাকি ফের মা হবেন। তবে আপাতত, এই বিষয়ে মুখে কুলুপ বিরাট ঘরনির।

[আরও পড়ুন: রাতবিরেতে গাড়ির ভিতর প্রেমিকার সঙ্গে ধরা পড়লেন ইব্রাহিম! ক্যামেরা দেখেই মুখ লুকোলেন সইফপুত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement