সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় বারবারই বিতর্কে জড়িয়ে পড়েছেন অনুষ্কা শর্মা৷ পান থেকে চুন খসলেই অনুষ্কাকে নিয়ে নেটদুনিয়ায় বিতর্ক শুরু হয়৷ তবে এবার ঘটনা ঘটল একেবারেই অন্যরকম৷ একটি বিজ্ঞাপনে অভিনয় করে আবারও বিতর্কে জড়ালেন অনুষ্কা৷
সোমবার একটি বিজ্ঞাপনের ভিডিও টুইটারে শেয়ার করেছেন অনুষ্কা শর্মা৷
যেখানে দেখা গিয়েছে, ফ্যাশন শোতে অংশ নিয়েছেন বিরাট ঘরনি৷ ব়্যাম্পে হাঁটছেন অনুষ্কা-সহ তিনজন মডেল৷ প্রত্যেকেই গাউন পরেছেন৷ এক মডেলের গাউনের পিঠের চেন খুলে যায়৷ ওই পরিস্থিতি সামাল দেন অনুষ্কা৷ হাসি মুখে গাউন পরে ব়্যাম্পে হাঁটা শেষ করেন ওই তিন মডেল৷ তারপরই অনুষ্কাকে দেখা যায় পানমশলা খেতে৷ অনুষ্কা এই ভিডিওটি ট্যুইটারে শেয়ার করে লেখেন, ‘লেটস গুডনেস সাইন!’
Let goodness shine ! ✨✨✨ #AchchaiKiChamak @DS_SilverPearls #RajnigandhaPearls pic.twitter.com/JsoxvvA6iI
— Anushka Sharma (@AnushkaSharma) January 14, 2019
এই বিজ্ঞাপন ঘিরেই মাথাচাড়া দিয়েছে বিতর্ক৷ অনেকদিন আগেই অনুষ্কা একবার জানিয়েছিলেন, তিনি এমন কোনও প্রোডাক্টের বিজ্ঞাপন করবেন না, যার মাধ্যমে সামাজিক অবক্ষয়ের কোনও সুযোগ থাকে৷ এই বক্তব্যের পরেও কীভাবে পানমশলার বিজ্ঞাপন করলেন তিনি, এই প্রশ্নই করছেন নেটিজেনরা৷
Very disappointed with @AnushkaSharma doing #Rajnigandha ad.. “Why are u throwing garbage on the road?” she says.. But now endorsing putting garbage in one’s mouth! Plss don’t undermine ur respect which we have in our eyes for u like @priyankachopra did with fireworks!
— Dr Avanish Malhotra (@avanishmalhotra) January 17, 2019
একজন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ হয়েও যদি কেউ পানমশলার বিজ্ঞাপন করেন, তবে সাধারণ মানুষের ব্যবহার কীভাবে কমানো সম্ভব হবে, সেই প্রশ্নে সরব নেটিজেনদের একাংশ৷
@AnushkaSharma this my first tweet 4 u. Admired you coz of ur character & movies. Seeing u in an ad of rajnigandha pearls left me in shock. Could not match ur character with the ad.
— Udipto Bhowmik (@udiptobowmik) January 16, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.