Advertisement
Advertisement

Breaking News

Anushka Sharma

রাস্তা আটকে পণ্যের প্রচার! নেটিজেনদের রোষানলে অনুষ্কা শর্মা

ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় সমালোচনা।

Anushka Sharma slammed by Netizens for causing 'unnecessary traffic jam' | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 21, 2022 12:08 pm
  • Updated:December 21, 2022 12:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তায় বহুজাতিক সংস্থার পণ্যের প্রচার করতে গিয়ে নেটদুনিয়ার রোষানলে অনুষ্কা শর্মা (Anushka Sharma)। অভিনেত্রীর প্রচারের জন্যই ট্রাফিক জ্যাম হয়েছে, এমন অভিযোগ উঠেছে। আর তার জন্য অনুষ্কাকে সমালোচনাও করেছেন অনেকে।

Anushka

Advertisement

পুরনো গাড়িতে করে পণ্যের প্রচার করতে বেরিয়েছিলেন অনুষ্কা। অভিনেত্রীকে দেখার জন্য আশে পাশে ভিড় জমে যায়। ছবি শিকারীরা গাড়ির পাশে, পিছনে ছুটতে থাকেন। ফলে গাড়ি ধীর গতিতে এগোতে থাকে। অনুরাগীদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানাতে থাকেন অভিনেত্রী। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই সমালোচনা শুরু হয়ে যায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

[আরও পড়ুন: মেয়ে রাহাকে স্তন্যপান করাচ্ছেন আলিয়া? সোশ্যাল মিডিয়ার ভাইরাল ছবি ঘিরে শোরগোল]

অনুষ্কার এই রোড শোয়ের কারণে প্রবল ট্রাফিক জ্যাম হয়েছে, এমন অভিযোগই ভিডিওর কমেন্টবক্সে করা হয়েছে। অভিনেত্রীকে কটাক্ষ করে একজন আবার লেখেন, “কেমন হয় এই অভিনতা-অবিনেত্রীরা… একদম মুডি আর স্বার্থপর। যখন নিজেদের প্রয়োজন হবে ক্যামেরার সামনে এসে সব করে দেবে…মিডিয়াকে ডেকে ডেকে মিষ্টি কথা বলবে…এমনি সময় মিডিয়াকে মুখ দেখায় না… চুপ করে পালিয়ে যাবে… একটা পোজ পর্যন্ত দেবে না…কেন? সত্যিই জানতে চাই।” পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও কমেন্টবক্সে করা হয়েছে। 

Anushka-Reaction

তবে নেটিজেনরা যতোই নিন্দে করুক, এই ব্র্যান্ডের প্রচার করতে গিয়ে করিনা কাপুরের (Kareena Kapoor) প্রশংসা পেয়েছেন অনুষ্কা।  ব্র্যান্ডের পোশাক পরা ছবি পোস্ট করেছিলেন অনুষ্কা। তাঁর টোনড বডি দেখে মুগ্ধ হয়েছে করিনা। একসঙ্গে শরীরচর্চা করার প্রস্তাবও দিয়েছেন তিনি। যদিও করিনার এই প্রস্তাব নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি অনুষ্কা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

 

[আরও পড়ুন: এখনও চলচ্চিত্র উৎসবে শামিল হননি? জেনে নিন বুধবার কোন ছবিগুলি দেখার সুযোগ পাবেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement