Advertisement
Advertisement

Breaking News

Anushka Sharma

ছেলে কোলে দেশে ফিরলেন অনুষ্কা শর্মা, ক্যামেরার সামনে এল বিরাটপুত্র?

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ছেলের মা হন অনুষ্কা।

Anushka Sharma Returns To India with Son Akaay, Offers Paps a Glimpse
Published by: Akash Misra
  • Posted:April 16, 2024 2:12 pm
  • Updated:April 16, 2024 2:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলে আকায়ের জন্ম হওয়ার পর থেকে লন্ডনেই ছিলেন অনুষ্কা শর্মা। এমনকী, গত জানুয়ারি মাসে অনুষ্কাকে দেখতে লন্ডনেও উড়ে গিয়েছিলেন বিরাট কোহলি। তবে বিরাট এখন আইপিএল খেলায় মত্ত। ঠিক এই সময় আচমকাই ভারতে এসে হাজির হলেন অনুষ্কা শর্মা। মঙ্গলবার সকাল সকাল মুম্বই বিমানবন্দরে পা রাখতেই ছবি শিকারিরা ছেঁকে ধরল অনুষ্কাকে। জানা গিয়েছে, অনুষ্কার কোলে ওই সময় ছিল ছোট্ট আকায়। তবে পাপারাজ্জিদের অনুষ্কা অনুরোধ করেছেন, ছবি না তুলতে। ছবি শিকারিরাও কথা রেখেছেন বিরাটপত্নীর।

সোশাল মিডিয়া থেকে প্রায় নিজেকে দূরে সরিয়ে ফেলেছিলেন অনুষ্কা। তাঁর শেষ পোস্ট ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ। সেই পোস্টেই ছেলের মা হওয়ার খবর জানিয়ে ছিলেন অনুষ্কা। এমনকী, একই পোস্টে ছেলের নামও জানিয়ে ছিলেন অনুষ্কা। মাঝে কেটে গিয়েছে একমাস সময়। ইনস্টাগ্রামে ফিরলেন অনুষ্কা। পোস্ট করলেন তাঁর ঝকঝকে ছবি। তবে ইনস্টাগ্রামে ফিরেও, অনুরাগীদের হতাশ করলেন তিনি। বিরুষ্কা ভক্তরা অধীর আগ্রহে বসে ছিল বিরাটপুত্রর মুখ দেখার জন্য, অনুষ্কা কিন্তু মেয়ে ভামিকার মতো, ছেলে আকায়েরও মুখ লুকিয়ে রাখলেন। আসলে অনুষ্কা শর্মা একটি বিজ্ঞাপনী পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। একটি মোবাইল ফোন সংস্থার জন্যই ছবিটি পোস্ট করেছেন তিনি। সেই কারণেই হয়তো ব্যক্তিগত সব কিছুকে সোশাল মিডিয়া থেকে আপাতত দূরেই রেখেছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: মুখে মাস্ক, চোখে হতাশা, আচমকা কী হল হিনা খানের? অভিনেত্রীর পোস্টে উদ্বিগ্ন অনুরাগীরা]

২০১৭ সালে অভিনেত্রী অনুষ্কার সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রাক্তন ভারত অধিনায়ক। ২০২১ সালের জানুয়ারিতে প্রথমবার বাবা-মা হওয়ার স্বাদ পান বিরুষ্কা। সংসার আলো করে আসে ভামিকা। সেবার অবশ্য সন্তান জন্মানোর আগেই অনুরাগীদের আগাম খবর দিয়েছিলেন তারকা দম্পতি। তবে এবার স্পিকটি নট ছিলেন তাঁরা। অনেকে আন্দাজ করলেও তাঁরা প্রকাশ্যে কিচ্ছুটি জানাননি। এমনকী ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলবেন না বলেও জানিয়ে দিয়েছিলেন কোহলি। তখনই জল্পনা জোরালো হয়। এই মুহূর্তে ছেলে ও মেয়েকে নিয়েই দিব্যি দিন কাটছে অনুষ্কা শর্মার।

[আরও পড়ুন: ভোটের মুখে লোকসভায় আয়ুষ্মান খুরানা, ব্যাপার কী? ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement