Advertisement
Advertisement

Breaking News

Kamal R Khan

‘খুব খারাপ দেখতে, ভাগ্যিস প্লাসটিক সার্জারি করেছেন!’, অনুষ্কা শর্মাকে খোঁচা কমল আর খানের

কটাক্ষ করেছেন ক্যাটরিনা, শ্রদ্ধা কাপুর, বাণী কাপুরকেও।

Anushka Sharma Not A Good Looking Girl KRK Claims| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 23, 2023 7:50 pm
  • Updated:February 23, 2023 7:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমল রশিদ খান নাকি বলিউডের নামকরা ফিল্ম সমালোচক। হ্যাঁ, এমনটা কমল নিজেই বলেন। আর তাই তো বিন্দাস হয়ে সোশ্য়াল মিডিয়ায় বলিউডের নামে যা খুশি বলে বেড়ান। বলিউডের নামকরা তারকাদের এক হাত নিতেও ছাড়েন না কমল। এই যেমন হঠাৎ করে অনুষ্কা শর্মাকে কটাক্ষ করে বসলেন কমল। টুইটারে কমল লিখলেন, অনুষ্কা মোটেই ভাল দেখতে ছিলেন না। ভাগ্যিস প্লাসটিক সার্জারি করেছেন। তবে শুধু অনুষ্কা নন, কমল আর খান কটাক্ষ করেছেন ক্যাটরিনা, শ্রদ্ধা কাপুর বাণী কাপুরকেও।

[আরও পড়ুন: হ্যাক হল যশ দাশগুপ্তর ফেসবুক পেজ! সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা ]

প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসে বিতর্কীত টুইট করায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন কমল। ২০২০ সালে কমলের একটি বিতর্কিত টুইটের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন শিবসেনা সমর্থক রাহুল কানাল। সেই অভিযোগের উপর ভিত্তি করেই গ্রেপ্তার করা হয় কমল আর খানকে। অভিযোগ অনুযায়ী, বিনা কারণে বলিউডকে অসম্মান করেন কমল। ব্যক্তিগত আক্রোশ মেটাতে তারকাদের সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেন কমল। যা কিনা একেবারেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে প্রয়াত দুই অভিনেতা ঋষি কাপুর ও ইরফান খানকে নিয়ে টুইট করায় বিপাকে পড়েন কমল আর খান।

Advertisement

[আরও পড়ুন: অনির্বাণের সঙ্গে জুটিতে রানি মুখোপাধ্যায়, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র ট্রেলারে চমক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement