Advertisement
Advertisement
Anushka World Gratitude Day

কালো বিকিনিতে সুইমিং পুলে অন্তঃসত্ত্বা অনুষ্কা, বিশেষ কারণে ইনস্টাগ্রামে পোস্ট করলেন ছবি

ক্যাপশনে জানিয়েছেন সেকথা।

Anushka Sharma news in Bangali: Pregnant Actress gets into the pool in a black bikini, See the photo caption | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 21, 2020 8:56 pm
  • Updated:September 21, 2020 8:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL 2020) ময়দানে নেমে পড়েছেন ক্যাপ্টেন কোহলি (Virat Kohali)। এদিকে অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মা (Anushka Sharma) চুটিয়ে উপভোগ করছেন নিজের অবসর। সুইমিং পুলে নেমে পড়েছিলেন বিকিনি পরে। সেই ছবিই পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

 

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

“Acknowledging the good that you already have in your life is the foundation for all abundance” – Eckhart Tolle Gratitude to all those who showed me kindness and made me believe in goodness in this world , opening my heart enough to practice the same with the hope to pay it forward 💜 Because … ” After all , we are all just walking each other home ” – Ram Dass #worldgratitudeday 💫

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

কালো বিকিনিতে সুইমিং পুলের ঠান্ডা জল বেশ উপভোগ করেছেন অনুষ্কা। ছবিতে তাঁর ‘বেবি বাম্প’ সুস্পষ্ট। মুখে রয়েছে তৃপ্তির হাসি। বিশ্ব কৃতজ্ঞতা দিবস (World Gratitude Day) উপলক্ষেই ছবিটি পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লেখক একার্ট টোলে  (Eckhart Tolle) এবং রাম দাসের (Ram Dass) লেখা ব্যবহার করেছেন জানিয়েছেন, জীবনে যা কিছু পেয়েছেন তাতে কৃতজ্ঞ হওয়াটাই সুখী থাকার মূল অবলম্বন। সেই মানুষদের কৃতজ্ঞতা জানিয়েছেন যাঁরা পাশে দাঁড়িয়ে পৃথিবীর যাবতীয় ভাল দিকগুলো তাঁর সামনে তুলে ধরেছেন। বিশ্বাস করতে শিখিয়েছেন। আর তাঁকেও অন্যের জন্য ভাল কিছু করতে অনুপ্রেরণা জুগিয়েছেন।

[আরও পড়ুন: মৃত্যুর ৪ মাস পরই অতীত ইরফানের স্মৃতি? অভিনেতার সমাধির চারপাশে গজিয়েছে আগাছা]

বিশ্ব কৃতজ্ঞতা দিবসে ছবি পোস্ট করেছেন আয়ুষ্মান খুরানাও। সুজিত সরকার (Shoojit Sircar) থেকে অনুভব সিনহা (Anubhav Sinha)- নিজের প্রত্যেক পরিচালককে ধন্যবাদ জানিয়েছেন তিনি প্রত্যেকটি ছবিতে নতুন কিছু শেখানোর জন্য।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

On #WorldGratitudeDay, just want to express how thankful I am to all my directors who believed in me! 💛

A post shared by Ayushmann Khurrana (@ayushmannk) on

[আরও পড়ুন: বলিউডে মহিলাদের হেনস্তা নিয়ে এবার সোচ্চার রূপা, অনুরাগ ইস্যুতে সংসদের বাইরে ধরনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement