Advertisement
Advertisement
Anushka Sharma

আচমকা বেগুনভাজা, পান্তা ভাতের স্বাদে কেন মজলেন অনুষ্কা? দেখুন ছবি

ইনস্টাগ্রামেই নিজের 'পান্তা' প্রেমের কথা জানিয়েছেন বিরাটপত্নী।

Anushka Sharma loved Bengali summer delight 'Panta Bhat' | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 18, 2022 4:08 pm
  • Updated:April 18, 2022 4:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালবৈশাখীর দেখা নেই। বেলা বাড়লে বাইরে বের হওয়াই দায়। রোদের তাপের তীব্র জ্বালা। কিছুই যেন এই সময় মুখে রোচে না। গরমের এই সময়ে অনেক বাঙালির ভরসা পান্তা ভাত (Panta Bhat)। খেতেও ভাল, আবার শরীরও ঠান্ডা রাখে। বাঙালির এই প্রিয় পান্তা ভাতের স্বাদেই মজেছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)।  ছবি পোস্ট করে নিজের ‘পান্তা’ প্রেমের কথা ইনস্টাগ্রামেও জানিয়েছেন তিনি। 

Anushka Sharma

Advertisement

বলিউডে অভিনয় ও প্রযোজনা দুই ক্ষেত্রেই সফল অনুষ্কা। আবার বিরাট কোহলির ‘বেটার হাফ’।  ইদানীং বাংলা সম্পর্কে একটু বেশিই একাত্ম হয়ে গিয়েছেন অনুষ্কা। কারণ? ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’। ঝুলনের ভূমিকায় অভিনয় করছেন বিরাটপত্নী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

নিজের চরিত্রের জন্য ঘাম ঝরাতেও শুরু করেছেন। পাশাপাশি বোধহয় বাঙালির ভাষা, রীতি-নীতি, খাদ্যাভাস সম্পর্কেও খবরা-খবর নিতে শুরু করেছেন। সেই সূত্র ধরেই হয়তো ‘পান্তা’র সুন্দর স্বাদের হদিশ পেয়েছেন। 

[আরও পড়ুন: সাফল্যের শীর্ষে মাধবনপুত্র, রুপোর পর আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় সোনা পেল বেদান্ত]

শুধু পান্তা ভাত নয়, আরও অনেক বাঙালি পদও ছিল অনুষ্কার পাতে। ছবি দেখে যা বোঝা যাচ্ছে সেই অনুযাই, ভাতের উপর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া ডাল রয়েছে। তার পাশেই রয়েছে শুকনো লঙ্কা দিয়ে তৈরি আলুর মাখা। গোল করে কাটা বেগুন ভাজাও রয়েছেন প্লেটের একপাশে। ঠিক তার উলটো দিকেই সোনালি করে ভাজা দু’টি বড়া। এত কিছুর সঙ্গে দু’টুকরো পিঁয়াজ ও কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে। 

Panta Bhat

পান্তা ভাতের এই প্লেট দেখা বেশ ঝাল মনে হলেও বিরাটপত্নী অনুষ্কার তা বেশ পছন্দ হয়েছে। ইমোজির মাধ্যমে নিজের ভালবাসা বুঝিয়ে দিয়েছেন তিনি। জিভে জল আনার ইমোজি দিয়ে আবেগ প্রকাশ করেছেন অনুষ্কা।  

[আরও পড়ুন: ঘোড়ায় চড়ে বিয়ে করতে চেয়েছিলেন রণবীর, বাধা দেন আলিয়া, কিন্তু কেন? জানালেন চূর্ণী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement