Advertisement
Advertisement
Anushka Sharma

বাঙালিয়ানা ষোলোয়ানা! ময়দানে ছবির শুটিংয়ের ফাঁকে ঘুগনি-পাউরুটিতে মজলেন অনুষ্কা

ইনস্টাগ্রামে ছবিও আপলোড করেছেন অভিনেত্রী।

Anushka Sharma had bread and Ghugni as breakfast from Maidan Canteen | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 23, 2022 1:21 pm
  • Updated:October 23, 2022 1:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিং করতে কলকাতায় এসে একেবারে বাঙালি হয়ে উঠেছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। পাঁচতারা হোটেলের দামি খাবার নয়, মধ্যবিত্ত বাঙালির ‘কামফর্ট ফুড’-এই মন মজেছে তাঁর। কিছুদিন আগেই ঝালমুড়ি ও বিটনুন মাখানো পেয়ারা দিয়ে ব্রেকফাস্ট সেরেছিলেন অভিনেত্রী। শুক্রবার ময়দান ক্যান্টিনের খাবার চেখে দেখলেন।

Anushka Food

Advertisement

সকালে স্যাঁকা পাউরুটি খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। সঙ্গে ঘুগনি থাকতে তো আর কথাই নেই! বাঙালির ব্রেকফাস্টে এই ঘুগনি-পাউরুটির যুগলবন্দি অনেকদিনের। তা এবার বলিউড অভিনেত্রী অনুষ্কার প্লেটেও দেখা গেল। সাতসকালের শুটিংয়ের ফাঁকে ময়দানের ক্যান্টিন থেকে ঘুঘনি আর স্যাঁকা পাউরুটি খেয়েই পেট ও মন ভরিয়েছেন তারকা। সেই ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে। হ্যাশট্যাগে লিখেছেন, ‘ইটস সো কলকাতা।’

Anushkha-Ghugni

[আরও পড়ুন: ‘দিওয়ালিতে কুকুরের লেজে বাজি ফাটালে ছেড়ে কথা বলব না’, হুঁশিয়ারি শ্রীলেখার]

ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এর শুটিং করতে গত রবিবার কলকাতায় এসেছেন অনুষ্কা। শহরে পা রাখার পরদিনই নীল জার্সি পরে নেমে পড়েছিলেন ইডেনে। শুক্রবার অনুষ্কাকে দেখা যায় ভিন্ন লুকে। ইডেনে অভিনেত্রীর ঘাড় পর্যন্ত চুল ছিল। ময়দানে শুটিংয়ের দিন বয়েজ কাট চুলে দেখা যায় তাঁকে। পরণে ছিল সাদা জার্সি
images
 
কীভাবে বলের গ্রিপ ধরেন ঝুলন? কেমন তাঁর রান-আপ, বল করার কায়দা? ডেলিভারি কীভাবে করতে হবে? সবই শিখেছেন অনুষ্কা। ছবির পরিচালক প্রসিত রায়ের মতে এ ছবি পুরোটাই ঝুলনের সংগ্রামের। কীভাবে চাকদার মতো একটি ছোট্ট জায়গা থেকে আসা মেয়ে দেশের মহিলা ক্রিকেট টিমের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠল, সেই কাহিনি সিনেমায় ফুটিয়ে তোলা হবে। নেটফ্লিক্স অরিজিনাল সিনেমা হিসেবেই তৈরি হচ্ছে ‘চাকদা এক্সপ্রেস’ (Chakda Xpress) ।  আগামী কয়েকদিন কলকাতাতেই ছবির শুটিং করবেন অনুষ্কা। 
 
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

 

[আরও পড়ুন: স্কুলের চেনা ক্লাসরুমে ফিরলেন অঙ্কুশ, স্মৃতির আবেগে চোখ ভিজল তারকার, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement