সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুষ্কাকে একেবারে চোখে হারান বিরাট কোহলি। আর তাই তো অনুষ্কার থেকে তাঁর দূরত্ব একেবারেই সহ্য হয় না। এই যেমন দেখুন, বহুবছর বাদে কয়েকটা দিনের জন্য মুম্বইয়ে এসেও শান্তি নেই অনুষ্কার। টুক করে সুদূর লন্ডন থেকে স্বামীর ডাক! ব্যস, বাক্স গুছিয়ে ফের স্বামীর ঘরে ফিরলেন অনুষ্কা!
হ্যাঁ, এমনটাই ঘটেছে অনুষ্কার সঙ্গে। একটি ব্র্য়ান্ডের প্রচারে মুম্বইয়ে এসেছিলেন অনুষ্কা। কাজ মিটতেই চটজলদি লন্ডনে ফিরলেন তিনি। সূত্র বলছে, বিরাট নাকি একা সংসার সামলাতে পারছিলেন না। সেই কারণেই মুম্বই থেকে ঝটপট লন্ডনে ফিরলেন তিনি।
Anushka and Virat spotted in London. Why do they always look angry?
byu/LegitimateYaks inBollyBlindsNGossip
ছেলে অকায় জন্মানোর পর থেকে বিদেশেই রয়েছেন অনুষ্কা শর্মা। এমনকী, দীর্ঘদিন হল অনুষ্কা, মেয়ে ভামিকা ও ছেলে অকায়ের সঙ্গে বিদেশে রয়েছেন বিরাট কোহলিও। রটে গিয়েছিল, তাঁরা নাকি আর এদেশে ফিরবেন না। বাক্স-প্যাঁটরা গুছিয়ে একেবারে নাকি বিদেশেই থাকবেন।
কয়েকদিন আগে আরেকটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা গিয়েছিল শপিং ব্যাগ হাতে অনুষ্কার পিছনে পিছনে ঘুরছেন বিরাট (Virat Kohli)। অনুষ্কার (Anushka Sharma) কিন্তু কোনও ভ্রুক্ষেপ নেই। এই ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, বিরাট একেবারেই বউ ন্যাওটা!
ক্রিকেট থেকে আপাতত ছুটি। পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। বিশ্বকাপ জেতার পরে টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তার পরেই লন্ডনে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল ছেলে অকায়কে কোলে নিয়ে রাস্তায় ঘোরার ভিডিও। লন্ডনে একাধিকবার দেখা গিয়েছে বিরুষ্কা জুটিকে। বিলেতের ইস্কনের মন্দিরে বিরাট ও অনুষ্কাকে কীর্তন শুনতে দেখা যায় তাঁদের। সেই ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। সাদা পোশাকে ইস্কনের মন্দিরে যান অনুষ্কা। কোহলির পরনে ছিল কালো টি শার্ট। তবে ইস্কনের মন্দিরে তারকা দম্পতি মবড হননি। আর ভাইরাল শপিংয়ের ভিডিও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.