Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

লন্ডনে লাঞ্চ ডেটে বিরাট-অনুষ্কা, কী কী খেলেন ফিটনেস সচেতন দম্পতি!

মেয়ে ভামিকা কোথায়? প্রশ্ন নেটিজেনদের।

Anushka Sharma and Virat Kohli went out for a lunch date in London | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 2, 2023 2:45 pm
  • Updated:July 2, 2023 2:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে তাঁরা ভীষণ ফিটনেস সচেতন। খাওয়াদাওয়া তো বটেই, এমনকী স্বাস্থ্য ঠিক রাখতে জলও পান করেন স্পেশ্যাল। সেই দম্পতি যখন লন্ডনে লাঞ্চ ডেটে যান, তখন তাঁদের মেনু কী হবে, তা নিয়ে স্বাভাবিক ভাবেই কৌতূহল বাড়ে অনুরাগীদের। কথা হচ্ছে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার।

বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ শেষ হয়ে গেলেও এখনও লন্ডনে তারকা দম্পতি। সম্প্রতি তাঁদের এক কীর্তনের অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছিল। সে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর এবার বিরুষ্কা নিজেরাই জানালেন তাঁদের স্পেশ্যাল লাঞ্চ ডেটের কথা। ইনস্টাগ্রামে নিজেদের লন্ডন ট্রিপের বেশ কিছু ছবি আপলোড করেছেন অনুষ্কা (Anushka Sharma)। তারই মধ্যে দেখা যাচ্ছে একটি রেস্তরাঁর মেনু কার্ডের ছবিও। বিরাটের সঙ্গে মিষ্টি একটি ছবি দিয়ে লাঞ্চ ডেট উপভোগ করার কথাো জানিয়েছেন তিনি। সঙ্গে লেখা, “দারুণ এনজয় হল।”

Advertisement

Food

[আরও পড়ুন: সভায় অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু, শুভেন্দুর ‘দায়িত্বজ্ঞানহীনতা’ নিয়ে টুইটে তোপ কুণালের]

ছবিতে কালো শার্টে কোহলি (Virat Kohli)। চোখে চশমা। সাদা শার্ট পরে অনুষ্কা। তবে তাঁদের সঙ্গে দেখা যাচ্ছে না মেয়ে ভামিকাকে। অনেকেই মজা করে লিখেছেন, এটা রোম্যান্টিক ডেট। তাই মেয়েকে সঙ্গে আনেননি তাঁরা।

Food1

এবার আসা যাক লাঞ্চের মেনুতে। মেনু কার্ডের পাশাপাশি বেশ কিছু খাবারের ডিশের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন অনুষ্কা। বিরাট ও তিনি যে অত্যন্ত ফিটনেস সচেতন, তা আর বলার অপেক্ষা রাখে না। দু’জনই ভেগান। তাই খাবারের নামগুলির উল্লেখ না করলেও ছবিতেই স্পষ্ট যে সবজি, ফলমূল ও ড্রাই ফ্রুট দিয়ে তৈরি খাবারই তাঁরা খেয়েছেন। আগামী সপ্তাহেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবেন কোহলি। কাজে ফিরবেন অনুষ্কাও। তবে ক্রিকেট এবং অভিনয় থেকে বিরতি নিলেও স্বাস্থ্যসচেতনতা থেকে বিরতি নেননি মিস্টার অ্যান্ড মিসেস কোহলি।

[আরও পড়ুন: ফের বন্দুকবাজের হানা আমেরিকায়, মৃত অন্তত চার, আহত ২৯]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement