Advertisement
Advertisement

Breaking News

Virat-Anushka

অকায়-ভামিকার ছবি না তোলার পুরস্কার! দারুণ গিফ্ট বিরুষ্কার, কী কী আছে তাতে?

ভামিকার জন্মের পরও এমন কাজ করেছিলেন তারকা দম্পতি।

Anushka Sharma and Virat Kohli gave gift hamper to paparazzi for not clicking Vamika, Akaay's pic
Published by: Suparna Majumder
  • Posted:May 14, 2024 1:46 pm
  • Updated:May 14, 2024 1:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভামিকার জন্মের পর যা করেছিলেন। অকায়ের জন্মের পরও তাই-ই করলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা (Virat-Anushka)। পাপারাজ্জিদের পাঠালেন লোভনীয় উপহার। আর সেই সঙ্গে দিলেন ‘থ্যাঙ্কিউ নোট’। “আমাদের সন্তানদের ছবি না তোলার জন্য আর সবসময় সহযোগিতা করার জন্য ধন্যবাদ”, এই কথাই লেখা তাতে।

Viruskha Gift

Advertisement

২০২১ সালের ১১ জানুয়ারি মিস্টার অ্যান্ড মিসেস কোহলির জীবনে এসেছে প্রথম সন্তান। মেয়ের নাম রাখা হয় ভামিকা। নবজাতক কেমন দেখতে, তা নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে।নেটদুনিয়ায় খুঁজলে ভামিকার বেশ কিছু ছবি দেখতে পাওয়া যায়। যার বেশিরভাগই ফেক বলে দাবি করা হয়। তবে বিরুষ্কা এখনও পর্যন্ত নিজেদের ভেরিফায়েড পেজে ভামিকার মুখ দেখাননি। সন্তানদের আড়ালেই রাখতে চান তাঁরা।

[আরও পড়ুন: সলমনের বাড়িতে হামলা: গ্রেপ্তার আরও ১, কত টাকা পেয়েছিল শুটাররা? ]

ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ ছেলে অকায়ের জন্মের কথা ঘোষণা করেন তারকা দম্পতি। তার আগেও বিস্তর লুকোছাপা ছিল। অনুষ্কার কি সত্যিই অন্তঃসত্ত্বা? এই প্রশ্নে তোলপাড় হয়েছিল সোশাল মিডিয়া। প্রশ্নের উত্তর মেলে ২০ তারিখের ঘোষণায়। শোনা যায়, সোশাল মিডিয়ায় ঘোষণার দিন পাঁচেক আগে অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। সে যাই হোক, মা ও ছেলে এখন ভালোই আছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ছেলের জন্মের পর বিরাটের খেলা দেখতে স্টেডিয়ামেও গিয়েছেন অনুষ্কা। এবার পাপারাজ্জিকে পাঠালেন উপহার। স্পেশাল এক গিফ্ট বক্স, যাতে রয়েছে একটি ব্যাগ, একটি স্মার্ট ওয়াচ, জলের বোতল। আমাজনের গ্যাজেটও দেখতে পাওয়া যাচ্ছে। এই উপহার পাঠিয়েই যেন তারকা দম্পতি জানিয়ে দিলেন, সন্তানদের তাঁরা লোকচক্ষুর আড়ালেই রাখতে চান। অতএব, অদূর ভবিষ্যতে ভামিকা বা অকায়ের মুখদর্শন হওয়ার তেমন কোনও আশা নেই বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: ‘বহুরূপী’র শুটিং শেষ, কীভাবে সেলিব্রেট করলেন ঋতাভরী-আবিররা? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement