Advertisement
Advertisement

Breaking News

Anushka Sharma

জিম করতে গিয়ে উদ্দাম নাচ! অনুষ্কা-বিরাটের ভিডিও দেখে হতবাক নেটদুনিয়া

বিরাট-অনুষ্কার ডান্স পে চান্স!

Anushka Sharma and hubby Virat Kohli take on the 'dance pe chance' challenge| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 24, 2023 4:07 pm
  • Updated:April 24, 2023 4:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিমে মন দিয়ে কসরৎ করছিলেন বিরাট কোহলি। দুম করে জিমে এসে হাজির স্ত্রী অনুষ্কা! ব্যস ব্যায়াম করা মাথায় উঠল বিরাটের। সঙ্গে সঙ্গে আজ্ঞে হুজুর বলে অনুষ্কার ইশারায় নেচে উঠলেন বিরাট। জিমের ভিতর চান্স পেয়ে বিরাটকে ডান্স করিয়ে নেটিজেনদের মন জিতে নিলেন বিরাট ঘরনি। আর সেই ভিডিও সঙ্গে সঙ্গে ভাইরাল।

[আরও পড়ুন: ‘ডাঙ্কি’ ছবির শুটিংয়ে কাশ্মীরে শাহরুখ, ‘পাঠান’কে কাছে পেয়ে আপ্লুত গোটা ভূস্বর্গ]

আপাতত, বেঙ্গালুরুতে রয়েছেন বিরাট, অনুষ্কারা। আইপিএলের মাঝে নিজেকে ফিট রাখতে কোনও ফাঁকি নেই বিরাটের। আর সঙ্গে যখন অনুষ্কা তখন তো বিরাট রয়েছেন স্ত্রীয়ের কড়া নজরে। তাই ব্য়ায়াম করার মাঝে ডান্স করে ফিটনেসকে ঝালিয়ে নিলেন বিরাট ও অনুষ্কা। ভিডিও দেখে নেটিজেনরা বলে উঠলেন, মাঠ থেকে কী এবার বলিউডের পর্দায় বিরাট!

Advertisement

তবে এসবে একেবারেই কান নেই তাঁদের। বরং দাম্পত্যকে সুখী রাখতে অনুষ্কা-বিরাটের এই মিষ্টি মধুর প্রেম কিন্তু দারুণ হিট। ঝটপট আপনিও দেখে নিন সেই ভিডিও।

[আরও পড়ুন: নতুন গানে শিবকে অসম্মান! ক্ষমা চেয়ে বিবৃতি ব়্যাপার বাদশার, নিলেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement