Advertisement
Advertisement
Aditya Anushka Wedding

আলিয়া ভাটের প্রিয় বান্ধবীকে বিয়ে করলেন করণ জোহরের ‘স্টুডেন্ট’ আদিত্য শীল

বিবাহবাসরে হাজির হয়েছিলেন তারকারা। দেখুন ছবি।

Anushka Ranjan and Aditya Seal are married couple now, see pics | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 22, 2021 10:49 am
  • Updated:November 22, 2021 11:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে করলেন করণ জোহরের ‘স্টুডেন্ট’ আদিত্য শীল (Aditya Seal)। তাও আবার আলিয়া ভাটের প্রিয় বান্ধবী অনুষ্কা রঞ্জনকে (Anushka Ranjan)। মুম্বইয়ের পাঁচতারা হোটেলে সেজে উঠেছিল এই বিবাহবাসর। খুব বেশি অতিথি না থাকলেও সেজেগুজে হাজির ছিলেন আলিয়া ভাট (Alia Bhatt), ভূমি পেডনেকর, বাণী কাপুর, আথিয়া শেট্টি, ক্রিস্টাল ডি’ স্যুজার মতো তারকারা। 

Aditya Anushka

Advertisement

বাঙালি পরিবারের ছেলে আদিত্য। ছোটবেলায় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু চোটের জন্য তাঁর সেই স্বপ্ন ভেঙে যায়। তারপর গ্ল্যামার দুনিয়ায় নিজের পরিচিতি গড়ে তোলেন আদিত্য। মডেলিংয়ের মাধ্যমে মুম্বইয়ে কেরিয়ার শুরু করেন। পরে সিনেমার জগতে প্রবেশ করেন। করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ সিনেমায় মানব সিং রাণধাওয়ার ভূমিকায় অভিনয় করেন আদিত্য। পরবর্তীকালে ‘ইন্দু কি জওয়ানি’, ‘তুম বিন২’ সিনেমাতেও দেখা যায় তাঁকে। 

Stars at the wedding

[আরও পড়ুন: ফের বিয়ে করছেন আমির! ‘লাল সিং চাড্ডা’র মুক্তির পরই দিন ঘোষণা করবেন অভিনেতা]

অন্যদিকে অনুষ্কা অভিনেতা শশী রঞ্জনের কন্যা। অনুপম খেরের কাছে তাঁর অভিনয় শিক্ষা। পরে নাদিরা বাব্বরের থিয়েটারে দীর্ঘদিন অভিনয় করেন। বাবার প্রযোজিত সিনেমা ‘ওয়েডিং পুল্লভ’-এর মাধ্যমে অভিনয় সফর শুরু করেন অনুষ্কা। তারপর সিনেমা বলতে ‘বাত্তি গুল মিটার চালু’। আর ‘ফিতরত’ সিরিজে অভিনয় করেছেন অনুষ্কা। 

Aditya Seal wedding

বহুদিন ধরেই আদিত্য-অনুষ্কার প্রেম। একসঙ্গে বহু ইভেন্টে দেখা গিয়েছে দু’জনকে। একটি মিউজিক ভিডিওতেও একসঙ্গে কাজ করেছেন তাঁরা। রবিবার বাস্তব জীবনে সাত পাকে বাঁধা পড়েন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zoom TV (@zoomtv)

করোনা (Coronavirus) কালে খুব বেশি মানুষকে নিমন্ত্রণ করা হয়নি। তবে বন্ধুর বিয়েতে আলিয়া ভাট, বাণী কাপুররা সেজেগুজেই হাজির হয়ে গিয়েছিলেন। অনেকে আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। 

Alia and Vaani at Wedding

[আরও পড়ুন: হাত বেঁধে ২ কিশোরীকে পাচারের চেষ্টার ঘটনায় অভিযুক্ত খোদ ‘সৎ বাবা’, চলত যৌন হেনস্তাও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement