Advertisement
Advertisement

MAMI ছাড়লেন অনুরাগ, টুইটারে জানালেন করণ

কেন এমন সিদ্ধান্ত নিলেন পরিচালক?

Anurag steps down from MAMI
Published by: Bishakha Pal
  • Posted:October 10, 2018 5:32 pm
  • Updated:August 12, 2021 5:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই অ্যাকাডেমি অফ মুভিং ইমেজেস থেকে বেরিয়ে এলেন অনুরাগ কাশ্যপ। বুধবার ‘মনমর্জিয়াঁ’-র পরিচালক জানিয়েছেন, তিনি আর ‘মামি’ ফেস্টিভালের বোর্ড মেম্বারে থাকছেন না। ফিল্ম ফেস্টিভ্যাল বোর্ডকে তিনি একটি চিঠিও লিখেছেন। সেখানে একথা বিস্তারিত লিখেছেন অনুরাগ।

কিছুদিন আগেই জানা যায় বন্ধ হয়ে যাচ্ছে ফ্যান্টম ফিল্মস। সংস্থার অন্যতম মালিক বিকাশ বহেলের বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্তার অভিযোগ। অভিযোগ যে মিথ্যে নয়, তা সরাসরি না হলেও বুঝিয়ে দিয়েছিলেন অনুরাগ কাশ্যপ। এর জন্য ক্ষমা চেয়েছিলেন তিনি। এবার সেই কারণেই ‘মামি’ ফেস্টিভাল থেকেও সরে দাঁড়ালেন কাশ্যপ। যত দিন না এই মামলা গুটিয়ে যাচ্ছে, ততদিন তিনি বোর্ডের সদস্যপদ থেকে সরেই থাকতে চান। টুইটারে সব কথা স্পষ্টভাবে জানিয়েছেন অনুরাগ।

Advertisement

যৌন হেনস্তার অভিযোগের জের, রণবীরের ছবি থেকে বাদ বিকাশ ]

সম্প্রতি রজত কাপুরের বিরুদ্ধেও উঠেছে যৌন হেনস্তার অভিযোগ। এরপরই ‘মামি’ কর্তৃপক্ষ এআইবি ও রজত কাপুরের ‘চিন্টু কা বার্থডে’ ও ‘কদখ’ নামের ছবি দু’টি না দেখানোর সিদ্ধান্ত নেয়। ঠিক তারপরই প্রকাশ্যে আসে অনুরাগ কাশ্যপের বোর্ড থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা।

তবে শুধু রজত কাপুর নয়, এআইবির তন্ময় ভাট ও গুরসিমরন খাম্বার বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ রয়েছে।

ফের #MeToo-র শিকার অলোক নাথ, এবার সরব অভিনেত্রী সন্ধ্যা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement