Advertisement
Advertisement
অনুরাগ কাশ্যপ

পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করায় রাহুল-মমতাকে টুইটারে কটাক্ষ অনুরাগের

পরিচালকের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়ায়, অভিযুক্তের বিরুদ্ধে দায়ের এফআইআর৷

Anurag Kashyap takes a dig on Rahul and Mamata
Published by: Tanujit Das
  • Posted:May 27, 2019 3:38 pm
  • Updated:May 27, 2019 3:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘটনার স্থান, কালে হেরফের থাকলেও, চিত্রনাট্য কিন্তু হুবহু একই ছিল৷ দলের শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলেন তাঁরা৷ কিন্তু তাঁদের সেই ইচ্ছাকে কোনওভাবেই সমর্থন করলেন না অন্যরা৷ ধোপে টিকল না তাঁদের পদত্যাগের ইচ্ছা৷ ফলে নিজ নিজ পদে আসিন থাকলেন তাঁরা৷ আর এই চিত্রনাট্যের কথা উল্লেখ করেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন অনুরাগ কাশ্যপ৷

[ আরও পড়ুন: সিউড়ি আদালতে আইনজীবীর পোশাকে ঘুরছেন নাসিরউদ্দিন, ব্যাপারটা কী? ]

Advertisement

মজা করে টুইটারে বলিউডের প্রখ্যাত এই পরিচালক লিখলেন, ‘‘মমতা দিদি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু দল সেই সিদ্ধান্ত মেনে নেয়নি৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও পদত্যাগ করতে চেয়েছেন, কিন্তু তাঁর দল সেই প্রস্তাবকে বাতিল করেছে৷ আমরাও বোকার মতো এটা বিশ্বাস করতে চাইছি৷ কিন্তু আমাদের মেধা কিছুতেই তা করতে দেয়নি৷ আমিও এই বিষয়ে টুইট করতে চাইছিলাম না, কিন্তু টুইটার ব্যবহারকারীরা আমার সেই ইচ্ছাকে সমর্থন করল না৷’’ এই প্রথম নয়, এর আগে একাধিকবার রাজনৈতিক ইস্যুতে নিজের মতামত দিয়েছেন অনুরাগ কাশ্যপ৷ কখনও প্রকাশ্যে, কখনও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয়ে নিজের বক্তব্য পেশ করেছেন তিনি৷ এমনকী লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরোধিতায় সরব হতেও দেখা গিয়েছে তাঁকে৷ নাসিরুদ্দিন শাহ, কঙ্কনা সেনের মতো অভিনেতাদের সঙ্গে মিলে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি৷ তবে ২৩ মে ফল ঘোষণার পর দেখা যায়, ২০১৪-র তুলনায় আরও বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতা ফিরেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট৷ এরপরই কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেন রাহুল গান্ধী৷ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে দু’ক্ষেত্রেই তাঁদের ইচ্ছাকে সমর্থন করেনি দল৷ ফলে নিজ নিজ পদে থেকে যান তাঁরা৷এই পদত্যাগ ইস্যুতেই এবার অনুরাগের কটাক্ষের মুখে পড়লেন রাজনীতির ময়দানে মোদিবিরোধী দুই মুখ, রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়৷

[ আরও পড়ুন: টালিগঞ্জের অন্দরে ট্যাক্স কারচুপি কেলেঙ্কারি, ফাঁস চাঞ্চল্যকর তথ্য ]

অন্যদিকে, অনুরাগ কাশ্যপের মেয়েকে ধর্ষণের হুমকি দিয়েছিল যে ব্যক্তি, সোমবার তার বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ৷ জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৫০৪ ও ৫০৯ ধারা এবং তথ্য-প্রযুক্তি আইনের ৬৭ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে৷ ঘটনার সূত্রপাত হয় ২৩ মে, যেদিন লোকসভা ভোটের ফলাফল ঘোষিত হয়৷ গোটা দেশ যখন মোদিকে অভিনন্দন জানাতে ব্যস্ত তখন সেই প্রবাহে গা ভাসান পরিচালক অনুরাগ কশ্যপও। তবে একটু অন্যভাবে। সেই শুভেচ্ছাবার্তায় তিক্ততা কম ছিল না। বিজেপিকে খোঁচা দিয়েই টুইটারে মোদিকে শুভেচ্ছা জানালেন বলিউডের নামী পরিচালক। নিজেকে মোদির ‘ভক্ত’ বলে সম্বোধন করেই তিনি জানান, লোকসভা নির্বাচনে মোদির জয়ের পর থেকেই তাঁর মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এবং তা দিচ্ছে বিজেপির সমর্থকরাই। মোদি সমর্থক কী মেসেজ করেছে, সেটিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অনুরাগ। বলিউডের এই চলচ্চিত্র পরিচালকের টুইটের সূত্রে ধরেই অভিযুক্তের বিরুদ্ধে অবশেষে মামলা দায়ের করে মুম্বই পুলিশ৷ সেজন্য পুলিশকে ধন্যবাদও জানান অনুরাগ কাশ্যপ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement