Advertisement
Advertisement

Breaking News

Anurag Kashyap Payal Ghosh Kangana Ranaut

যৌন হেনস্তার চেষ্টা অনুরাগ কাশ্যপের! বিস্ফোরক টুইটে মোদির সাহায্য চাইলেন অভিনেত্রী পায়েল

#MeToo ব্যবহার করে অনুরাগের গ্রেপ্তারির দাবিতে সরব কঙ্গনা।

Anurag Kashyap Bengali News: Payal Ghosh accuses Anurag Kashyap of sexual abuse ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 20, 2020 8:46 am
  • Updated:September 20, 2020 8:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুললেন অভিনেত্রী পায়েল ঘোষ। তাঁর সঙ্গে গলা মেলালেন কঙ্গনা রানাউত। পায়েল শনিবার রাতে টুইট করেন, “অনুরাগ কাশ্যপ খুব খারাপভাবে, জোর করে আমার সঙ্গে যৌন সম্পর্ক করতে চেয়েছে। নরেন্দ্র মোদিজি (Narendra Modi), দয়া করে কিছু করুন। লোকে জানতে পারুক শিল্পী সত্ত্বার আড়ালে কোন রাক্ষস লুকিয়ে। জানি আমার ক্ষতি হতে পারে। আমার নিরাপত্তার ঝুঁকি আছে। প্লিজ সাহায্য করুন!” 

অভিনেত্রী পায়েল  ঘোষের (Payal Ghosh) টুইট শেয়ার করে কঙ্গনা ‘মি টু’ হ্যাশট্যাগ ব্যবহার করে অনুরাগের গ্রেপ্তারির দাবি তুলেছেন।

[আরও পড়ুন: ডিজাইনার শর্বরী দত্তর মৃত্যুতে কোনও অসঙ্গতি পেলেন না ফরেনসিক বিশেষজ্ঞরা]

পায়েলের টুইট ভাইরাল হওয়ামাত্রই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা। পরিচালকের গ্রেপ্তারির দাবিতে সরব তাঁরা। পালটা টুইট করেছেন পরিচালক অনুরাগ কাশ্যপও। মুখ বন্ধ করাতেই পায়েল এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন বলেই দাবি তাঁর।

[আরও পড়ুন: ‘ও তো নিজেই গাঁজা সেবন করত!’, বিজেপি সাংসদ রবি কিষেণকে নিয়ে বোমা ফাটালেন অনুরাগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement