Advertisement
Advertisement

Breaking News

Rupali Ganguly at Maha Kumbh

হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর, স্বামী-সন্তান নিয়ে পুণ্যস্নান করে মহাকুম্ভে ‘অলৌকিক’ অনুভূতি রুপালির

আস্থার ডুব দিয়ে কী জানালেন ছোটপর্দার 'অনুপমা'?

Anupamaa actress Rupali Ganguly shares Maha Kumbh experience
Published by: Sandipta Bhanja
  • Posted:February 17, 2025 2:51 pm
  • Updated:February 17, 2025 2:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদির ‘ভোকাল ফর লোকাল’ ক্যাম্পেইনের মুখ ছিলেন রুপালি গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly)। ‘আত্মনির্ভর ভারত’ গড়ার স্বপ্নে প্রধানমন্ত্রীর মন্ত্র ছড়িয়ে দিয়েছিলেন হিন্দি সিরিয়ালের ‘অনুপমা’। এবার স্বামী, সন্তান নিয়ে প্রয়াগরাজে রুপালি গঙ্গোপাধ্যায়। বাঙালি এয়ো স্ত্রীর মতো তাঁর হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর নিয়েই ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিতে দেখা গেল অভিনেত্রীকে।

আমজনতার পাশাপাশি প্রয়াগরাজে ভিড় জমাতে শুরু করেছেন সেলেবরাও। ১৩ জানুয়ারি শুরু হওয়া মহাকুম্ভ (Maha Kumbh 2025) জমজমাট ভক্ত ও সন্তদের উপস্থিতিতে। ৪৫ দিন ব্যাপী এই অনুষ্ঠানে বিদেশীরাও পূণ্যস্নানের জন্য ভিড় জমাচ্ছেন প্রয়াগরাজে। এবার মহাকুম্ভের প্রায় অন্তিম লগ্নে যোগ দিলেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়। মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে সপরিবারে পৌঁছে গিয়েছিলেন ত্রিবেণী সঙ্গমে। স্বামী অশ্বিন ভার্মার সঙ্গে আস্থার ডুব দিয়ে অসাধারণ অনুভূতির কথা জানিয়েছেন অভিনেত্রী। অশ্বিনও হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। মহাকুম্ভে তারকাদম্পতির সঙ্গে উপস্থিত তাঁদের একমাত্র সন্তান রুদ্রাংশও। রুপালি জানালেন, “মাঘী পূর্ণিমার ব্রহ্ম মুহূর্তে পরিবার-পরিজন আর বন্ধুদের মঙ্গলকামনায় আস্থার ডুব দিলাম। জল খুব ঠান্ডা হলেও ভক্তি আর বিশ্বাসের কাছে কিছুই নয়।” আরেকটি পোস্টে রুপানি লিখেছেন, “অলৌকিক, অদ্ভুত, সনাতনী অভিজ্ঞতা মহাকুম্ভে। পরিবারকে নিয়ে যেতে পারে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আমরা এতটাই অভিভূত হয়েছিলাম যে ঠিক করে ছবিও তোলার কথা মাথায় ছিল না।” ত্রিবেণী সঙ্গম থেকে পবিত্র জলও সঙ্গে করে এনেছেন অভিনেত্রী।

Advertisement

প্রসঙ্গত, বাস্তবজীবনের জন্য মাসখানেক ধরেই বিতর্কে রয়েছেন ‘অনুপমা’ অভিনেত্রী। তাঁর সৎ মেয়ের অভিযোগ, তাঁর বাবাকে অভিনেত্রী কেড়ে নিয়েছেন। যদিও এরপর পালটা মানহানি মামলার হুঁশিয়ারি দিতেই সৎ মেয়ে খানিক মুখ বন্ধ রেখেছেন। তবে মাঝেমধ্যেই সৎ মা রুপালির উদ্দেশে বিষোদগার করতে দেখা যায় তাঁকে। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ রুপালি। নিজেকে মোদির অন্ধভক্ত বলেও ঘোষণা করেছেন একাধিকবার। ২০২৩ সালে ‘ভোকাল ফর লোকাল’ ক্যাম্পেইনের দূত হতে পেরে বেশ উচ্ছ্বসিত হয়েছিলেন অভিনেত্রী। ২০২৪ সালে মহাশিবরাত্রির দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন। লোকসভা নির্বাচনের প্রচারের আবহে সেই সাক্ষাৎকে অনেকেই ইঙ্গিতপূর্ণ বলে মনে করেছিলেন। এমনকী এও জল্পনা শোনা গিয়েছিল যে, চব্বিশের লোকসভা ভোটে বিজেপির প্রার্থীপদ পেতে পারেন তিনি। যদিও সেটা হয়নি, তবে এবার মহাকুম্ভে যোগ দিয়ে নিজের অলৌকিক অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন ‘অনুপমা’ অভিনেত্রী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rupali Ganguly (@rupaliganguly)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement