Advertisement
Advertisement

Breaking News

Anupam Roy

পরমব্রতর সঙ্গে ঘর বাঁধলেন পিয়া, কী বললেন অনুপম রায়?

পরমব্রতর বিয়ের পরেই ট্রোলের মুখে পড়েছেন অনুপম।

Anupam Roy Reaction on Parambrata and Piya's wedding| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 29, 2023 5:29 pm
  • Updated:November 29, 2023 5:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরমব্রত-পিয়ার বিয়ে হওয়ার পরই সোশাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছেন অনুপম রায়। অনুপমের তৈরি গান ‘তুমি অন্য কারও সঙ্গে বেঁধো ঘর’ দিয়েই সঙ্গীতশিল্পীকে বিঁধছেন নেটিজেনদের একাংশ। অন্যদিকে, নেটদুনিয়ায় পরম পেয়েছেন ‘বউ চোরে’র অপবাদ। তবে এসব ট্রোল নিয়ে মুখ খোলেননি অনুপম বা পরম কেউই। কিন্তু প্রাক্তন স্ত্রী পিয়া আবার বিয়ে করেছেন, তাও আবার ‘বন্ধু’ পরমকে, তা এই বিয়ে নিয়ে ঠিক কী ভাবছেন অনুপম? কৌতুহল ছিল নানা মহলে। 

সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল অনুপম রায়ের সঙ্গে। পরম-পিয়ার বিয়ে নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে, অনুপমের স্পষ্ট উত্তর, ”এই নিয়ে আমার কিচ্ছু বলার নেই…!” অনুপম যে এধরনের প্রশ্নের উত্তর দিতে একেবারেই স্বচ্ছন্দ্য নন, তা স্পষ্টই বুঝিয়ে দিলেন।

Advertisement

[আরও পড়ুন: Filmfare OTT: আলিয়া-মনোজ-সোনাক্ষীদের হাতে ব্ল্যাক লেডি, আর কারা পেলেন পুরস্কার?]

সোমবার দুপুরে রেজেস্ট্রি বিয়ে করেন পরম ও পিয়া। সন্ধ্যায় রিশেপসনও রেখেছিলেন তিনি। রিশেপসন পার্টি শুরুর আগে সংবাদমাধ্যমকে পরমব্রত জানিয়ে ছিলেন, ”বেশি বয়সে বিয়ে হলে যেমন লাগে, ঠিক তেমনই লাগছে। এই বিয়েটা প্রথম থেকেই প্রাইভেট রাখতে চেয়েছিলাম। শুধুমাত্র পরিবারের লোকজনই উপস্থিত ছিল। দেখি পরে হয়তো একটা অনুষ্ঠান করব। সেখানে সবাই নিমন্ত্রণ পাবেন।”

[আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ‘রক্তবীজ’-এর ইতিহাস! প্রথম কোনও বাংলা সিনেমার স্ক্রিনিং হবে এই দ্বীপরাষ্ট্রে]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement