Advertisement
Advertisement
Anupam Kher

কাজ খুঁজছেন অনুপম খের, চাকরির ওয়েবসাইটে বায়োডাটা পোস্ট করলেন অভিনেতা!

কী লিখলেন অনুপম খের?

Anupam Kher Takes LinkedIn By Storm With Epic CV Drop
Published by: Akash Misra
  • Posted:September 26, 2024 2:35 pm
  • Updated:September 26, 2024 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিরোনাম পড়ে নিশ্চয়ই অবাক হচ্ছেন, অনুপম খেরের মতো দুরন্ত অভিনেতার হঠাৎ করে চাকরির প্রয়োজন কেন? তাহলে কি বলিউডের নতুন নতুন ছবিতে পাত্তা পাচ্ছেন না তিনি? নাকি সিনেপাড়ার রাজনীতির শিকার অনুপমও! নাহ, এসব কিছুই নয়। বরং হঠাৎ কেন লিঙ্কডিনের মতো চাকরির ওয়েবসাইটে নিজের বায়োডাটা দিলেন অনুপম (Anupam Kher)। তা নিজেই খোলসা করলেন।

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে একটি বায়োডাটা আপলোড করেছেন অনুপম। শুধু তাই নয়, নিজেকে স্ট্রাগলিং অ্য়াক্টর হিসেবেও বর্ণনা করেছেন বলিউডের এই বর্ষীয়াণ অভিনেতা।

Advertisement

বায়োডাটা আপলোড করে অনুপম লিখলেন, ” পাঁচ বছর অন্তর আমি আমার বায়োডাটা আপডেট করি! ভাগ্যক্রমে, আমার পেশায় বয়সের কোনো সীমা নেই। আশাকরি আমার বায়োডাটা আপনাদের ভালো লাগবে। জয় হো!”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anupam Kher (@anupampkher)

কয়েকদিন আগেই খবরে আসে, অবসাদে বলিউড অভিনেতা অনুপম খের। তবে এই মুহূর্তে মানসিক দিক দিয়ে কিছুটা সুস্থ হলেও, কয়েক বছর আগে পরিস্থিতি ছিল শোচনীয়। সেই কঠিন সময়ের কথা এতদিন সবার কাছ থেকে লুকিয়ে রাখলেও, এবার প্রকাশ্যে আনলেন সেই অন্ধকার সময়ের কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঠিন পরিস্থিতির কথা তুলে ধরলেন অনুপম।

সাক্ষাৎকারে অনুপম বলেন, ”রাতে ঘুমোতে পারতাম না। অদ্ভুত একটা পরিস্থিতি হয়েছিল। মনে হত, কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছি। একেবারে জীবনটা থেমে ছিল। কাজ করতাম, তবে মন লাগত না। লুকিয়ে লুকিয়ে কাঁদতাম।”

অনপুম আরও জানান, ”শিকাগোতে গিয়ে একটি স্লিপ-স্টুডিয়োতে কয়েকজন চিকিৎসকের সঙ্গে দেখা করি। তার প্রায় ২ বছর পরে আমি আমার চিকিৎসকের কাছে যাই এবং চোখের জন্য এমন ওষুধ দিতে বলি, যাতে জোরালো আলোয় শুটিং করতে পারি। তখন তিনি বলেন, আমার মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement