Advertisement
Advertisement

Breaking News

Shahrukh Khan

‘শাহরুখের কেরিয়ার একেবারে নষ্ট হয়ে যেত!’, বলিউড নিয়ে বিস্ফোরক অনুভব সিনহা

আর কী বললেন অনুভব?

Anubhav sinha on Shah rukh Khan Paathan Success | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 21, 2023 10:27 am
  • Updated:March 21, 2023 10:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের ওঠা-পড়া যেন গায়ে না লাগে! একথা একেবারে খেটে যায় শাহরুখ খানের ব্যাপারে। কেরিয়ারের প্রথম থেকেই তাঁর জীবনে নানা ওঠা পড়া। কিন্তু হেরে যাননি শাহরুখ। বরং বার বার ক্য়ামব্যাক করেছেন বাদশার মতো। পাঠান ছবির সাফল্যও যেন ফের তা প্রমাণ করল। কিন্তু যে বলিউডের বাদশা তিনি, সেই বলিউডই এক সময় শাহরুখকে ধ্বংস করে দিতে চেয়েছিল! সম্প্রতি বলিউডের বহু নামকরা প্রযোজক ও পরিচালকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন পরিচালক অনুভব সিনহা। যাঁর ‘রা ওয়ান’ ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ।

[আরও পড়ুন: ‘অভিনয় ছেড়ে দেব’, অস্কার সেরে দেশে ফিরেই কেন এ মন্তব্য জুনিয়র এনটিআরের? ]

সামনেই মুক্তি পাবে অনুভব সিনহার নতুন ছবি ‘ভিড়’। সেই ছবির প্রচারে এসেই বলিউডের বিরুদ্ধে এমন অভিযোগ আনলেন অনুভব। অনুভবের কথায়, রা ওয়ান যখন মুক্তি পায় তখন ডাহা ফ্লপ হয় ছবিটা। কারণ, শাহরুখকে সুপারহিরোর রূপে দেখতে চাননি দর্শক। আজ দেখুন পাঠান ছবি কিন্তু এত হিট। আসলে একটা সময় ছিল যখন শাহরুখকে এই ইন্ডাস্ট্রি একেবারে নষ্ট করে দিতে চেয়েছিল। যাঁরা এখন শাহরুখকে বন্ধু বলে মানেন, তাঁরাই একসময় শাহরুখকে ব্যর্থ করার জন্য় নানা প্রচেষ্টা চালিয়ে ছিল। তবে শাহরুখ প্রমাণ করলেন, বাদশা, বাদশাই হন। ‘পাঠান’ সত্য়িই শাহরুখের কপাল ফিরিয়ে দেওয়ার মতো ছবি।

Advertisement

[আরও পড়ুন: লকার থেকে উধাও সোনা-হীরের গয়না, পুলিশের দ্বারস্থ রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement