Advertisement
Advertisement

Breaking News

Abar Bibaho Obhijaan

বড়পর্দায় ‘আবার বিবাহ অভিযান’, এবার কী ফন্দি রজত-অনুপম-গণশার? দেখুন ভিডিও

কবে মুক্তি পাবে ছবিটি?

Ankush, Rudranil, Anirban starrer Abar Bibaho Obhijaan promo is out | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 5, 2023 2:39 pm
  • Updated:March 5, 2023 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়পর্দায় ফিরছে রজত, অনুপম আর গণশা। এবার কোন ফন্দি আঁটছে তিনমূর্তি? তা জানা যাবে ‘আবার বিবাহ অভিযান’-এ (Abar Bibaho Obhijaan)। আগামী ৮ জুন মুক্তি পাবে সৌমিক হালদার পরিচালিত এই সিনেমা। তার আগে প্রকাশ্যে এস ফার্স্টলুক প্রোমো।

Abar-Bibaho-Obhijaan-1

Advertisement

২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘বিবাহ অভিযান’। বিরসা দাশগুপ্তর পরিচালনায় সে ছবিতে অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা (অনুপম), রুদ্রনীল ঘোষ (রজত) এবং অনির্বাণ ভট্টাচার্য (গণশা)। তিন নায়কের বিপরীতে ছিলেন নুসরত ফারিয়া (রাই), সোহিনী সরকার (মায়া) এবং প্রিয়াঙ্কা সরকার (মালতী)। প্রথম সিনেমার গল্প অনুযায়ী, রজত সমাজসেবী ও নারীবাদের সমর্থক রাইকে বিয়ে করেছিল। আর রাহুল বিয়ে করেছিল ধর্মপ্রাণা মায়াকে। ঘটনাচক্রে বুলেট সিং ওরফে গণশার কবলে পড়ে যায় তারা। তারপর গণশার প্রেম মালতীর কথা জানতে পারে।

[আরও পড়ুন: জোকার অভিজাত আবাসনে পথকুকুর ‘খুন’, তদন্তের দাবিতে সরব তথাগত-শ্রীলেখা ও দেবলীনারা]

প্রথম সিনেমায় বউয়ের হাত থেকে পালিয়েও ধরা পড়ে গেছিল রজত ও অনুপম। কিন্তু তাতে দমে যায়নি। এবার থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা করছে দু’জন। আর তাঁদের এই অভিযানের সঙ্গী গণশা। কিন্তু রাই, মায়া আর মালতী কি এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী? মনে হয় না! অতএব আরও একবার হাসি আর মজার কিছু ঘটনা বড়পর্দায় ঘটতে চলেছে।

কলকাতা ও থাইল্যান্ডে ‘আবার বিবাহ অভিযান’ সিনেমার শুটিং হয়েছে। গতবারের মতো এবারও সিনেমার চিত্রনাট্য লিখেছেন রুদ্রনীল ঘোষ। সুর সাজিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও এবার ছবির চমক হিসেবে থাকছেন সৌরভ দাস। বিশেষ ভূমিকায় দেখা যাবে তাঁকে।

[আরও পড়ুন: পার্টিতে স্বল্পবসনা উরফিকে দেখে এ কী করলেন অর্জুন কাপুর! লজ্জায় লাল অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement