সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বর মাসের শেষদিনে পোশাকশিল্পী অভিষেক রায়ের ফ্যাশন হাউজে যুগলে ঢুঁ মেরেই বিয়ের জল্পনা উসকে দিয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা (Ankush, Oindrila)। আর নতুন বছরের পয়লা সপ্তাহেই সারপ্রাইজ! অঙ্কুশের হাতে হাত, পানপাতায় ঢাকা লাজে রাঙা কনে ঐন্দ্রিলার ভিডিও দেখে মুগ্ধ অনুরাগীরা। পুরো ভিডিও না দেখেই অনুরাগীদের একাংশ প্রশ্ন ছুঁড়ে বসেছেন, ‘কাউকে জানিয়েই চুপিসাড়ে বিয়েটা সেরে ফেললেন আপনারা?’
ভিডিওর শুরুতেই বর-কনে বেশে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে দেখে প্রফুল্ল চিত্ত ভক্তদের। অভিনেত্রীর পরনে টুকটুকে লাল বেনারসি। কপালে চন্দনের উলকি। ভারী গয়নায় কনে লুকে দিব্যি মানিয়েছে টলিপাড়ার মিষ্টি অভিনেত্রীকে। অন্যদিকে অঙ্কুশের পরনে ঘিয়ে রঙের তসর পাঞ্জাবি। লাজুক চোখে প্রেমিকার দিকে তাকিয়ে। হল শুভদৃষ্টিও। ভিডিও আরেকটু এগোতেই জুটিকে দেখা গেল রিসেপশন লুকে। যেখানে রং মিলান্তি কালো শাড়ি আর শেরওয়ানিতে দেখা গেল অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। ভিডিও দেখে ভালোবাসা জানালেন মিমি চক্রবর্তীও। আর তারকাজুটির বিয়ের লুকের যাবতীয় পোশাকই অভিষেক রায়ের ফ্যাশন লেবেল ‘বহুরূপী’র কালেকশন।
View this post on Instagram
তাহলে কি সত্যিই বিয়েটা সেরে ফেললেন? আজ্ঞে না! অঙ্কুশ-ঐন্দ্রিলা যতই “নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ। সবথেকে লম্বা পথ” বলে ভেলকি দেওয়ার চেষ্টা করুন না কেন, তাঁদের বর-কনে বেশে এই ভিডিও আদতে বিয়ের মরশুমে অভিষেক রায়ের ডিজাইনার কালেকশনের বিজ্ঞাপনের জন্যই। বছর খানেক ধরেই অনুরাগীরা টলিপাড়ার ‘মির্জা’র সাত পাকে বাঁধা পড়ার অপেক্ষায় দিন গুনছেন। কবে অঙ্কুশ-ঐন্দ্রিলার চার হাত এক হবে, ১৪ বছরের প্রেম কবে ছাদনাতলায় পরিণতি পাবে? সেদিকেই চোখ সকলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.