Advertisement
Advertisement

Breaking News

Ankush Hazra

‘ইন্ডাস্ট্রির ক্ষতি করবেন না…’, কোন পরিচালকের বিরুদ্ধে গর্জে উঠলেন অঙ্কুশ?

হঠাৎ কী হল অঙ্কুশের?

Ankush Hazra's New post on instagram goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 19, 2023 1:06 pm
  • Updated:December 19, 2023 1:08 pm  

সংবাদ প্রতিবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকাল সকালই সোশাল মিডিয়ায় লম্বা পোস্ট অঙ্কুশের। অঙ্কুশের এই পোস্ট জুড়ে রাগ, অভিমান ও ক্ষোভ! এই পোস্টে নাম না করে টলিপাড়ার এক পরিচালকের বিরুদ্ধে গর্জেও উঠেছেন অঙ্কুশ। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রির অন্যান্যদের কাছে অঙ্কুশের একটাই অনুরোধ, ‘ভুল মানুষকে সাপোর্ট করবেন না!’

তা সোশাল মিডিয়ায় ঠিক কী লিখলেন অঙ্কুশ?

Advertisement

অঙ্কুশ লিখলেন, ”আমি হাত জোর করে ইন্ডাস্ট্রির ভেতরের কিছু মানুষকে অনুরোধ করছি দয়া করে সব কিছু জেনে শুনে ভুল মানুষ কে সাপোর্ট করে ইন্ডাস্ট্রির ক্ষতি করবেন না। বাইরে থেকে প্রচুর ভুলভাল মানুষরা এসে নতুন অভিনেতা-অভিনেত্রীদের সপ্ন দেখিয়ে ঠকিয়ে নিজেরটা গোছাচ্ছে। আর পুরনো অভিনেতা দের জালি কাগজ আর false ব্যাংক অ্যাকাউন্ট দেখিয়ে ঠকাচ্ছে। আমি নিজে তার শিকার হয়েছি আর বাকিদেরও সাবধান করেছি।”

[আরও পড়ুন: ‘বাঙালিরা অ্যানিম্যাল নিয়ে হইহই করে কিন্তু জিতের মানুষ দেখে না!’, বিস্ফোরক ‘প্রধান’ দেব]

অঙ্কুশ তাঁর পোস্টে আরও লিখলেন, ”একেই হিন্দি ছবির মার্কেট একের পর এক ভয়ঙ্কর শর্ত রেখে এখানে ওয়েস্ট বেঙ্গল এ ছবি রিলিজ করছে যেটাতে আমাদের বাংলা ছবিকে অনেক চ্যালেঞ্জ এর মুখোমুখি হতে হচ্ছে। বাংলা commercial ছবির প্রতি যে মানুষের হারানো বিশ্বাস সেটাকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এমনিতেই সবাই বাংলা ছবিকে বাঁচিয়ে রাখার লড়াই লড়ছি সেখানে দয়া করে এই অযোগ্য মিথ্যে কিছু লোকজন দের জেনে শুনে আস্কারা দেবেন না। আর একজন পরিচালক কে বলতে চাই যতদিন না আপনি একটু হলেও নাম করছেন ততদিন দয়া করে সদ্য নাম করা অভিনেতাদের অপমান করবেন না বা বিচার করবেন না। কারন আপনি এখনও সেই সদ্য নাম করা জায়গাটাতেই পৌঁছননি। ধন্যবাদ।”

ঠিক কী কারণে বা কাকে নিয়ে এই পোস্ট তা অবশ্য স্পষ্ট করেননি অঙ্কুশ। তবে নেটিজেনরা মনে করছেন, কয়েক মাস আগে অঙ্কুশের ‘মির্জা’ ছবির প্রযোজনা নিয়ে যে জলঘোলা সৃষ্টি হয়েছিল, তার সঙ্গে হয়তো এসবের যোগ থাকতে পারে। তবে ভালো খবর হল, ইতিমধ্য়েই ফ্লোরে শুরু হয়ে গিয়েছে ‘মির্জা’ ছবির শুটিং। ‘মির্জা’ ছবির মধ্যে দিয়ে যে অঙ্কুশ নতুন চমক দিতে চলেছেন তা আগেই খোলসা করেছিলেন তিনি। তারই মাঝে অঙ্কুশের এই পোস্ট নিয়ে নতুন গুঞ্জন শুরু টলিপাড়ায়।

 

[আরও পড়ুন: ‘২৫০ কোটি নিলে, আর কত?’, চড়াও ‘কবীর সিং’! কাকে দেখে মেজাজ সপ্তমে শাহিদ কাপুরের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement