Advertisement
Advertisement

Breaking News

Ankush Hazra

মর্মান্তিক! ছেলের জন্মদিনের আগেই দুর্ঘটনায় মৃত্যু অঙ্কুশের ‘মির্জা’ সহ-অভিনেতার

দুরন্ত গতিই প্রাণ কাড়ল টলিউড অভিনেতার।

Ankush Hazra's Mirza Co-star died in accident
Published by: Sandipta Bhanja
  • Posted:May 11, 2024 7:44 pm
  • Updated:May 11, 2024 7:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক! ছেলের জন্মদিনের আগেই পথদুর্ঘটনায় মৃত্যু টলিউড অভিনেতার। শনিবার সকালে বেপরোয়া গতি প্রাণ কাড়ল তরতাজা যুবক আজাদ শেখের। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অঙ্কুশ হাজরার ‘মির্জা’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

দিন কয়েক বাদেই ছিল ছেলের জন্মদিন। সকলে মিলে পালন করার পরিকল্পনাও ছিল। কিন্তু সন্তানের জন্মদিনে সেলিব্রেশন অধরাই রয়ে গেল আজাদের। শনিবার সকালে মামাবাড়ি যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় অভিনেতার। সোনারপুর আড়াপাঁচে এই ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় সোনারপুর পুলিশ। আজাদ শেখের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

[আরও পড়ুন: ] 

পরিবার সূত্রে খবর, আজাদ শেখ টলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। অঙ্কুশ অভিনীত তথা প্রযোজিত সুপারহিট ‘মির্জা’ ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, দ্রুত গতিতে বাইক চালানোর সময় সজোরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোটা হাতিতে ধাক্কা দেন আজাদ। বাইকের গতিবেগ এতটাই ছিল, যে সামনের চাকা পর্যন্ত খুলে গিয়েছে এবং গাড়ির সামনের অংশ ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আজাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement