সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনায় সিলমোহর। অবশেষে প্রযোজনার জগতে পা রাখলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। অভিনেতা-প্রযোজক হিসেবে প্রথম ছবি ‘মির্জা’র ফার্স্টলুক প্রকাশ করলেন তিনি। অঙ্কুশের সঙ্গে যৌথভাবে ছবিটির প্রযোজনায় দায়িত্বে থাকছে ‘নেক্সজেন ভেঞ্চার’। পরিচালনায় সুমিত-সাহিল জুটি।
১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতার ৭৫ বছরে বড় ঘোষণা করতে চলেছেন, এমনটাই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন অঙ্কুশ। নিজের পোস্টে অভিনেতা জানিয়েছিলেন, এই ঘোষণা খুবই স্পেশ্যাল। আর তা অনুরাগী ও দর্শকদের গত ১২ বছরের ভালবাসা ছাড়া সম্ভব হত না। সকলের প্রতি ভালবাসা ব্যক্ত করেন অঙ্কুশ। আগামী দিনে আরও ভালভাবে কাজ করার আশ্বাস দেন তিনি। সেই কথা রেখেই মির্জার ঘোষণা করেন।
সন্ধে ৭.১৫ মিনিট নাগাদ ‘মির্জা’র মোশন পোস্টার শেয়ার করেন অঙ্কুশ। যা দেখে মনে হচ্ছে প্রযোজক-অভিনেতা হিসেবে প্রথম ছবিতে ভরপুর অ্যাকশন দর্শকদের উপহার দিতে চলেছেন অঙ্কুশ। প্রথম এই ঝলকের ক্যাপশনে তিনি লিখেছেন, “Be the change that we wish to see in the world- কথাটা গান্ধীজির, শুনেছে সবাই, কিন্তু মেনেছি শুধু আমি, মির্জা (Mirza)”
Be the change that we wish to see in the world- Mahatma Gandhi..
কথাটা গান্ধীজির, শুনেছে সবাই, কিন্তু মেনেছি শুধু আমি – #Mirza
Heres my career’s most special announcement for u all.. need all ur love and best wishes..#Sumeetasaahil #NexgenVenture @arnab_b2007 #Arindom pic.twitter.com/UYNTA9ynXd— ANKUSH (@AnkushLoveUAll) August 15, 2022
টলিউডে একাধিক নায়ক প্রযোজনায় হাত পাকিয়েছেন। দেব, জিৎ তো রয়েছেনই, প্রসেনজিতেরও প্রযোজনার অভিজ্ঞতা রয়েছে। এবার সেই দলে নাম লেখালেন অঙ্কুশ। ২০২৩ সালের ইদে মুক্তি পাচ্ছে ‘মির্জা’। সেদিন আবার সলমন খানের (Salman Khan) বহু প্রতীক্ষিত ‘টাইগার ৩’ সিনেমারও মুক্তি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.